মোদিকে বাংলায় স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী, কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ মমতার!

অন্ডাল: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যখন কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই তাঁর মন্ত্রিসভার সদস্য পৌঁছে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে৷ অন্ডাল বিমানবন্দরে গিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বলে খবর৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যের মন্ত্রীর হাজিরা বাংলার রাজনীতিতে তৈরি হয় নয়া সৌজন্যতা৷ গোটা বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ

মোদিকে বাংলায় স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী, কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ মমতার!

অন্ডাল: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যখন কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই তাঁর মন্ত্রিসভার সদস্য পৌঁছে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে৷ অন্ডাল বিমানবন্দরে গিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বলে খবর৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যের মন্ত্রীর হাজিরা বাংলার রাজনীতিতে তৈরি হয় নয়া সৌজন্যতা৷ গোটা বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ভোট প্রচারের জন্য ফের অন্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যের তরফে মোদিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক৷ একই সঙ্গে ছিলেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা৷ বিজেপির তরফে অন্ডাল বিমানবন্দরে হাজির হন সাংসদ এসএস আলুওয়ালিয়া ও রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী৷

এর আগে রবিবারও বাংলায় কয়েক ঘণ্টার জন্য পা রেখেছিলেন মোদি৷ সেখানেও তাঁকে স্বাগত জানানো হয়৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে বাংলার মন্ত্রীদের দেখা যায়নি৷ তবে, অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামার আগেই প্রধানমন্ত্রী বিরুদ্ধে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা৷ দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ে পোড়ান হল মোদির কুশপুতুল৷ কিন্তু, আজ তেমন কোনও ঘটনা এখনও পর্যন্ত নজরে আসেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =