উন্নাও ধর্ষণ মামলায় ৩ দিনের রেহাই ধর্ষক কুলদীপ সেঙ্গারের

লখনউ: উন্নাও ধর্ষণ মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে সাজা ঘোষণার দিন পেছাল সিবিআই আদালত৷ আজ অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ২০ ডিসেম্বর ধার্য করা হয়েছে৷ ওই দিন উন্নাও ধর্ষণ মামলার পরবর্তী শুনানি৷ আজ মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়ে সওয়াল করা হয়৷ সিবিআইয়ের যুক্তি, কুলদীপ জনপ্রতিনিধি

উন্নাও ধর্ষণ মামলায় ৩ দিনের রেহাই ধর্ষক কুলদীপ সেঙ্গারের

লখনউ: উন্নাও ধর্ষণ মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে সাজা ঘোষণার দিন পেছাল সিবিআই আদালত৷ আজ অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ২০ ডিসেম্বর ধার্য করা হয়েছে৷ ওই দিন উন্নাও ধর্ষণ মামলার পরবর্তী শুনানি৷

আজ মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়ে সওয়াল করা হয়৷ সিবিআইয়ের যুক্তি, কুলদীপ জনপ্রতিনিধি হয়েও যে গুরুতর অপরাধ ঘটিয়েছে, তাতে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক৷

৫৩ বছর বয়সী কুলদীপের কঠোর শাস্তির দাবি করে সিবিআই বলেছে, ‘‘এই ধরনের ক্ষেত্রে যদি সাজা দেওয়ার সময় দোষী ব্যক্তির প্রতি কোনও নমনীয়তা দেখানো হয়, তা সমাজে ভুল বার্তা যাবে৷ অপরাধ ঢাকতে একের পর এক অপরাধ নজিরবিহীন৷’’

২০১৭ সালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে৷ ওই মামলায় সোমবার দোষী সাব্যস্ত করা হল প্রাক্তন বিজেপি বিধায়ককে৷ গত ৫ অগাস্ট সুপ্রিম কোর্ট উন্নাও নাবালিকা ধর্ষণ মামলা কড়া নির্দেশ দেয়৷ জানা গিয়েছে, ২০১৭ সালের জুন মাসে চাকরি দেওয়ার নামে স্থানীয় মহিলাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষিতা করে বিজেপির ওই প্রাক্তন বিধায়ক৷ ধর্ষণের পর ওই কিশোরীকে অপহরণ করা হয়৷ সেখানেও করা হয়গণধর্ষণ৷

পুলিশে অভিযোগ নিতে অস্বীকার করে৷ নাবালিকা পরিবারের বিরুদ্ধে উল্টে দায়ের হয় এফআইআর৷ গ্রেপ্তার হন নির্যাতিতার বাবা৷ বিচার তো দূর, বিচার চাইতে গিয়ে জেলে যেতে হয় ধর্ষিতার বাবাকে৷ ২০১৮ সালের ৮ এপ্রিল নিগৃহীতার পরিবার মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর বাড়িতে যান৷ সেখানে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ও তাঁর মা৷ সেই প্রথম সংবাদমাধ্যের সামনে উঠে আসে গোটা বিষয়টি৷ উত্তাল হয়ে ওঠে গোটা ঘটনা৷

পরে উন্নাও জেলের মধ্যেই মৃত্যু হয় নির্যাতিতা কিশোরীর বাবার৷ তাঁর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়৷ ১৩ এপ্রিল গ্রেপ্তার হয় অভিযুক্ত বিজেপি বিধায়ক৷ কিন্তু, জেলে থেকেও লাগাতার নির্যাতিতার পরিবারকে দেওয়া হত হুমকি৷ ২৮ জুলাই গুরুবক্সগঞ্জের সড়ক দুর্ঘটনার মুখে পড়েন ধর্ষিতা৷ সেখানেও বিধায়কের হাত থাকতে পারে বলে ওঠে অভিযোগ৷

এমনটা যে হতে পারে, সেই আশঙ্কার কথা জানিয়ে দেশের প্রাক্তন বিচারপতিকে চিঠি পাঠান নির্যাতিতা৷ পরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন প্রধানবিচারপতি৷ দিল্লির আদালতে স্থানান্তরিত করা হয় গোটা মামলা৷ হাসপাতালের মধ্যেই চলে বিশেষ আদালত৷ সোমবার অভিযুক্ত বিধায়ককে দোষী সাব্যস্ত করে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =