নতুন বছরে ২১ টাকা বাড়ল গ্যাসের দাম, জোড়া ধাক্কা খেল জনতা

রেলের পর ছ্যাঁকা এবার রান্নাঘরেও৷ নতুন বছরে জনতাকে জোড়া ধাক্কা কেন্দ্রের৷ রেলের ভাড়া বাড়ানোর পর নতুন বছর থেকে বাড়ছে রান্নার গ্যাসের দাম৷

d0337f16c504d9d56d738075b9202845

নয়াদিল্লি: রেলের পর ছ্যাঁকা এবার রান্নাঘরেও৷ নতুন বছরে জনতাকে জোড়া ধাক্কা কেন্দ্রের৷ রেলের ভাড়া বাড়ানোর পর নতুন বছর থেকে বাড়ছে রান্নার গ্যাসের দাম৷

আজ জনতার উপর চাপ বাড়িয়ে নতুন বছর থেকেই বাড়ছে রেল ও রান্নার গ্যাসের দাম৷ এই নিয়ে টানা ৪ মাসে রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪৬ টাকা৷ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ মধ্যরাত থেকে কার্যকর হবে রান্নার গ্যাসের বর্ধিত দাম৷ বর্ধিত রান্নার গ্যাসের দামের তালিকা বলছে, কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়ে হচ্ছে ৭৪৭ টাকা৷ এক মাসের ব্যবধানে তা বাড়ছে ১৯ টাকা৷

কেন্দ্রের যুক্তি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে রান্নার গ্যাসের দাম বাড়াতে হয়েছে৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করে থাকে৷ সেই দাম অনুযায়ী ভর্তুকির পরিমাণ কম-বেশি হয়ে থাকে৷ এবার বিশ্ব বাজার খতিয়ে দেখে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা জানিয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বইয়ে  ১৪.২ কেজি ওজনের ভরতুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বাড়ছে সাড়ে ১২ থেকে ১৫ টাকা৷ এই মুহূর্তে বছরে ১৪.২ কেজি ওজনের ১২টি রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়া যায়৷ ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়৷ এবার সেই ভরতুকিহীন রান্নার গ্যাসের দামই বাড়াল কেন্দ্র৷

নতুন বছরের শুরুতেই রেলযাত্রীদের জন্য বড়সড় ধাক্কা দিল কেন্দ্র৷ নতুন বছরের প্রথম দিন থেকেই বাড়ল রেলের ভাড়া৷ সাধারণ শ্রেণির টিকিট থেকে শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণির রেলের টিকিটের যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে৷ প্রতি কিলোমিটার হিসাবে বর্ধিত ভাড়া ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ৷

নতুন বছর থেকে রেলের ভাড়া বৃদ্ধি হতে পারে৷ এই ইঙ্গিত আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে নতুন ভাড়া ঘোষণা করা হয়েছে৷ আগামীকাল থেকেই নতুন ভাড়া কার্যকর করার ঘোষণা করেছে ভারতীয় রেল৷ মধ্যরাত থেকে বাড়ছে রেলের ভাড়া৷

রেলের তরফে নতুন ভাড়া ঘোষণা করে জানানো হয়েছে, সাধারণ শ্রেণির রেলের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে৷ মেল ও এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত আসনে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ২ পয়সা৷ শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণির রেলের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ৪ পয়সা৷ তবে, আগাম যারা টিকিট কেটেছেন, তাদের অতিরিক্ত টাকা দিতে হবে না৷ বাড়ছে না লোকাল ট্রেনের ভাড়া৷ এর আগে ২০১৪ সালে ১৪ শতাংশ হারে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়৷ সাড়ে ছয় শতাংশ হারে পণ্যবাহী ট্রেনের ভাড়াও বাড়ানো হয়৷ এবার পাঁচ বছর পর ফের এক দফায় ভাড়া বাড়াল ভারতীয় রেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *