নয়াদিল্লি: নাগরিক আইন, নাগরিকপঞ্জির সংঘাতের আবহে বড়সড় খেসারত গুনতে চলছে বাংলার সরকার৷ কেন্দ্র-রাজ্যের সংঘাত বাড়িয়ে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’র ট্যাবলো৷ কিন্তু, রাতারাতি কেন বাতিল বাংলার ট্যাবলো? মুখে কুলুপ কেন্দ্রের৷
জানা গিয়েছে, এবারের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যোগীর উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রধানমন্ত্রী মোদির কেন্দ্র বারাণসীর উন্নযন তুলে ধরা হবে৷ গুজরাতের উন্নয়ন তুলে ধরা হতে পারে রাজধানীর রাজপথে৷ আর সেই কারণে বাংলার উন্নয়ন দেখাতে নারাজ কেন্দ্র!
সূত্রের খবর, নবান্নের পাঠানো ‘কন্যাশ্রী’-সহদুটি থিমও অনুমোদন দেয়নি কেন্দ্র৷ কেন্দ্রের অনুমোদন মেলেনি ‘কন্যাশ্রী’, ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’ ও ‘জল ধরো জল ভরো’র মতো প্রকল্প৷ জানা গিয়েছে, রাজ্যের পাঠানো প্রস্তাবে অনুমোদন না মেলায় ২৬ জানুয়ারির দিল্লির রাজপথের মহাপ্যারেডে বাংলার ট্যাবলোকে শেষ পর্যন্ত সম্ভবত বাদ দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার৷ কেন্দ্রের অনুমোদন না মেলায় তীব্র ক্ষুব্ধ রাজ্য সরকারের শীর্ষ কর্তারা৷ যদিও এর আগে ২০১৫ সালেও ট্যাবলোয় বাদ দিয়েছিল বাংলা কন্যাশ্রী থিম৷ এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে বলে আশঙ্কা৷
সূত্রের খবর, আকর্ষণীয় ট্যাবলোর মাধ্যমে কোন রাজ্য প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে, তা চূড়ান্ত করতে প্রতিরক্ষামন্ত্রকের তরফে গঠন করা হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি৷ সেখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও রাজ্যের বিশেষত্বর ওপর জোর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর৷
কিন্তু, হঠাৎ কেন আপত্তি? আশঙ্কা, রাজ্যের কন্যাশ্রীর মতোই কেন্দ্রের রয়েছে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প৷ বাংলার ‘জল ভরো, জল ধরো’র মতো রয়েছে কেন্দ্রের ‘অটল জল যোজনা’৷ বাংলার ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’ প্রকল্পের মতো কেন্দ্রের রয়েছে ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’৷ ফলে বাংলার পাঠানো থিমের বিশেষত্ব দেখে খুব সম্ভবত ‘না’ কেন্দ্রের৷