স্কুলে বাধ্যতামূলক হবে গীতা পাঠ, কমবে গোমাংস ভক্ষণ: মন্ত্রী গিরিরাজ

স্কুলে বাধ্যতামূলক হবে গীতা পাঠ, কমবে গোমাংস ভক্ষণ: মন্ত্রী গিরিরাজ

পাটনা: ফের বেলাগাম কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ এবার দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ডাক দিলেন পেশায় জ্যোতিষী তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ৷ তাঁর দাবি, স্কুলে স্কুলে অবশ্যই পড়ানো হোক সংস্কৃত৷ আর তা না হলে পড়ুয়ারা বিদেশে গিয়ে গো মাংস খাওয়ার মতো অভ্যাস করে ফেলছেন৷ গিরিরাজের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক৷

আজ বিহারে একটি সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশের প্রতিটি স্কুলে ভগবত গীতা পাঠ করার পরামর্শ দেন৷ ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে বিদেশে যাচ্ছে পড়ুয়ারা, এই নিয়ে উষ্মা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ মন্ত্রীর আক্ষেপ, ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা বিদেশে গিয়ে গোমাংস ভক্ষণের অভ্যাস করে ফেলেন৷ এটা আমাদের সংস্কৃতি ও শিক্ষার পরিপন্থী৷

মন্ত্রীর মন্তব্য, ‘‘আমার মনে হয়, প্রতিটা স্কুলে ভগবত গীতার শ্লোক পড়ানো হোক৷ আমি এখন দেখছি, এখন স্কুল পড়ুয়ারা বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে৷ এরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে৷ ডাক্তার হয়ে যাচ্ছে৷ পুলিশ সুপার হচ্ছেন৷ কিন্তু, এই পড়ুয়ারা বিদেশে গিয়ে সেই দেশের সংস্কৃতি গ্রহণ করে ফেলেছে৷ বেশিরভাগ পড়ুয়া সেখানে গিয়ে গোমাংস ভক্ষণ করছেন৷ এটা হতে পারে না৷ তাই আমি চাই, আমরা যদি পড়ুয়াদের সঠিক শিক্ষা দিই, তাহলে তা বিদেশে গিয়ে গোমাংস ভক্ষণ করবে না৷’’

এখানেই থামেননি মন্ত্রী৷ বলেন, হনুমান চল্লিশা যদি ১৫টি বাড়িতে থাকে, তবে রামায়ণ- মহাভারত পাওয়া যায় মাত্র ৩টি বাড়িতে৷ ফলে, আমাদের সন্তানেরা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে সঠিক ভাবে অবগত হতে পারছেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nineteen =