নিজস্ব প্রতিনিধি: নাম খুশবু চৌহান৷ সিআরপিএফের মহিলা কনস্টেবল৷ এক বিতর্কসভায় মানবাধিকার লঙ্ঘনের পক্ষে জোর সওয়াল করে আপাতত তিনি ভাইরাল৷ গত ৪৮ ঘণ্টায় তাই এই বক্তৃতার অংশটি ভাইরাল করেছে গেরুয়া শিবির৷ যেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, যখন ৭৬জন সিআপপিএফ জওয়ান মাওবাদীদের হাতে নিহত হন, তখন মানবাধিকারে প্রশ্ন ওঠে না৷ অথচ জেএনইউতে কানহাইয়া কুমারদের মতো দেশদ্রোহীদের স্লোগানে গলা মেলান অনেকেই৷
খুশবু তাঁর বক্তব্য শুরুই করেন তাঁর নিজের লেখা কবিতার অংশ দিয়ে– “দেশ মেরা জল রহা হ্যায়, আগ লাগি হ্যায় সিনে মে, হুকুমরাও সব ব্যস্ত হ্যায়, খুন গরিব কা পিনে মে, পর রামমন্দির ইয়া বাবরি কা পক্ষ ম্যায় নহি লই হু, ঘায়েল ভারত চিক রহা হ্যায়, চিক শুনানে আয়ি হু… আপ কে লিয়ে তো এক আদমি মরা হ্যায় সাহাব, মেরে ঘরকি তো রোটিয়াই চলি গই৷”
খুশবুর কথায়, মানবাধিকারের বেড়ি পরিয় সেনাবাহিনীকে রণাঙ্গণে পাঠানো কখনই ঠিক নয়৷ পাঁচমিনিটের ভিডিয়োটিকে কার্যত ভাইরাল করা হয়েছে৷ এদিকে মাসতিনেকের পুরনো এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর রীতিমতো বেকায়দায় পড়েছে সিআপপিএফ কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, লিখিতভাবে মানবাধিকার কমিশনকে জবাব দিয়ে তারা লিখেছে, মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ সিআপপিএফ৷
এদিকে এই ভিডিয়ো ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন খুশবু৷
Where & when is this video from? What force is this lady in? What part of the police? Does she have any idea that she is meant to uphold the law as per Indian IPC & Constitution and not some random notion of vigilante justice. Also did she just threaten murder? @IPS_Association https://t.co/gdE92ftkLL
— Swara Bhasker (@ReallySwara) October 4, 2019
নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কাশ্মীরে এক ব্যক্তিকে যখন গাড়ির সামনে বেঁধে ঢাল করে রাখলেন মেজর গগৈ, তার বেলায়? তখনও কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? তৎকালীন সেনাপ্রধান বিপিন রাওয়াত তো সেই মেজরকে পুরস্কৃতও করলেন৷ কাশ্মীর থেকে শুরু করে অসম, নাগাল্যান্ড, মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে মহিলাদের ধর্ষণের অভিযোগ ওঠে নিয়মিত৷ খুশবু কি এই মানবাধিকার লঙ্ঘনের পক্ষেই সওয়াল করছেন তাহলে?