নয়াদিল্লি: আলো নিভিয়ে ছাত্রী হোস্টেলে ঢুকে তাণ্ডব চালাল লেঠেলবাহিনী৷ মেরে মাথা ফাটানো হল ছাত্রী-অধ্যাপিকাকে৷ দুষ্কৃতীদের লোহার রডের বাড়িতে মাথা ফেটে রক্তাক্ত বাংলার মেয়ে তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ৷ আর সেই মার খাওয়া এসএফআই সভানেত্রীর বিরুদ্ধেই এবার দায়ের হল এফআইআর৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলা মেয়ে ঐশী ঘোষ-সহ ১৯ পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করছে দিল্লি পুলিশ৷ একই সঙ্গে অজ্ঞাত পরিচয় মুখোশধারী ৫০ দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে দায়ের হয়েছে মামলা৷ ওই একই কারণে ঐশীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷
রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হস্টেলে ঢুকে মুখোশধারী দুষ্কৃতীরা ছাত্রীদের উপর অস্ত্র সহ হামলা চালায়৷ টানা তিন ঘণ্টা ধরে তাণ্ডব চলে৷ রক্তাক্ত হয় ক্যাম্পাস৷ মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডবে মাথা ফাটে ঐশীর৷ এইমসে ভর্তি করা হয়৷ ১২টি সেলাই পড়ে তাঁর মাছায়৷ পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
Delhi Police has filed a FIR against JNUSU President Aishe Ghosh and 19 others(name not in accused column but in detail list) for attacking security guards and vandalizing server room on January 4. The complaint was filed by JNU administration. FIR was registered on January 5. pic.twitter.com/zUYZ2AOXKx
— ANI (@ANI) January 7, 2020
হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরে সাংবাদিক বৈঠক করেন ঐশী৷ বলেন, আরএসএস ঘনিষ্ঠ ছাত্রসংগঠন পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে৷ একই সঙ্গে ঐশী জানিয়ে দেন, যতই তাঁদের উপর হামলা হবে, ততই বাড়বে লড়াই-বিক্ষোভ৷ চোখে চোখ রেখে জারি থাকবে লড়াই৷