৭ বছর পর নির্ভয়া কাণ্ডের ফাঁসির দিন ঘোষণা আদলতের

৭ বছর পর নির্ভয়া কাণ্ডের ফাঁসির দিন ঘোষণা আদলতের

2b899716394d9366db189f599c43bbf2

নয়াদিল্লি: অবশেষে নির্ভয়া কাণ্ডের অভিযুক্তদের ফাঁসির নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট৷ নির্ভয়া কাণ্ডের দোষীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির নির্দেশ৷ মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখল পাটিয়ালা হাউস কোর্ট৷ আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় ৪ অভিযুক্তের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে৷ অভিযুক্তদের আইনি সহায্যের জন্য ১৪ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত৷ সাত বছর পর এই রায় ঘোষণার পর অভিযুক্তদের তরফে আর কোনও আইনি পথ খোলা থাকছে না বলেই মনে করছেন আইনজীবী মহল৷ 

নারী নির্যাতন ও হত্যার নৃশংসতম নজির রেখেছে হায়দ্রাবাদ ও উন্নাওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক দুটি ঘটনা৷ এক্ষেত্রে স্বাভাবিকভাবেই উঠে এসেছে নির্ভার প্রসঙ্গ৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর যে নারকীয় নির্ভয়াকাণ্ড বিশ্বের নজর কেড়েছিল সেই চার অপরাধীর ফাঁসির আদেশ বহাল রেখেছে পাতিয়ালা হাউস কোর্ট৷ এটা ভারতের জয়৷ আদালতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে প্রতিক্রিয়া নির্ভয়ার মায়ের৷ 

নির্ভয়া কাণ্ডের দোষীদের শাস্তি হবে কবে? দিল্লির তিহার জেলের কিছু পদক্ষেপ তারই ইঙ্গিত দিয়েছিল৷ মজবুত ফাঁসির দড়ি তৈরিতে ঐতিহ্যবাহী বক্সার জেলে ১০টি ফাঁসির দড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়৷ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বক্সার জেলের সুপার বিজয় কুমার অরোরা৷ তিনি জানিয়েছেন, ১০টি দড়ি তৈরি রাখার নির্দেশ দিয়েছেন জেলের ডাইরেক্টর৷