প্রাণ সংসারের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ঐশী ঘোষ, জাবাব চাইল ‘মানব’-মন্ত্রক

প্রাণ সংসারের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ঐশী ঘোষ, জাবাব চাইল ‘মানব’-মন্ত্রক

নয়াদিল্লি: প্রাণ সংসারের আশঙ্কায় এবার পুলিশের দ্বারস্থ হলেন ঐশী ঘোষ৷ বসন্তকুঞ্জ উত্তর থানায় এফআইআর দায়ের করেছেন এসএফআই নেত্রী তথা জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ৷

পুলিশের কাছে প্রাণনাশের অভিযোগ তুলেছেন ঐশী জানিয়েছেন, জেএনইউ হামলার তিন দিন পরও কেন কাউকে গ্রেপ্তার হয়নি? ঘটনার দায় নেওয়া হিন্দু রক্ষার দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এর পরও যদি তাঁদের উপর হামলা হয়, তার দায় নেবে কে? প্রশ্ন তুলে নিজের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে থানায় এফআইআর দায়ের করেছেন ঐশী৷

অন্যদিকে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে উপাচার্যের কাছে জেএনইউ হামলা সম্পর্কে জবাব চাওয়া হয়েছে৷ ইতিমধ্যেই মন্ত্রককে অবহিত করেছেন উপাচার্য৷ কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে৷

আলো নিভিয়ে ছাত্রী হোস্টেলে ঢুকে তাণ্ডব চালাল লেঠেলবাহিনী৷ মেরে মাথা ফাটানো হল ছাত্রী-অধ্যাপিকাকে৷ দুষ্কৃতীদের লোহার রডের বাড়িতে মাথা ফেটে রক্তাক্ত বাংলার মেয়ে তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ৷ আর সেই মার খাওয়া এসএফআই সভানেত্রীর বিরুদ্ধেই এবার দায়ের হল এফআইআর৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলা মেয়ে ঐশী ঘোষ-সহ ১৯ পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করছে দিল্লি পুলিশ৷ একই সঙ্গে অজ্ঞাত পরিচয় মুখোশধারী ৫০ দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে দায়ের হয়েছে মামলা৷ ওই একই কারণে ঐশীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷

রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হস্টেলে ঢুকে মুখোশধারী দুষ্কৃতীরা ছাত্রীদের উপর অস্ত্র সহ হামলা চালায়৷ টানা তিন ঘণ্টা ধরে তাণ্ডব চলে৷ রক্তাক্ত হয় ক্যাম্পাস৷ মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডবে মাথা ফাটে ঐশীর৷ এইমসে ভর্তি করা হয়৷ ১২টি সেলাই পড়ে তাঁর মাছায়৷ পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *