নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধের সময় জেএনইউ-য়ের আহত পড়ুয়াদের দেখতে যান অভিনেত্রী দীপিকা পাডুকন। সেখানে তিনি জেএনইউএসইউ-য়ের সভানেত্রী সহ অন্যান্য আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। তবে এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি। সেই সময় জেএনইউয়ের প্রাক্তন পড়ুয়া তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কানহাইয়া কুমার উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিটের মতো সেখানে ছিলেন। মনে করা হচ্ছে, পড়ুয়াদের প্রতি সহানুভূতি দেখাতেই তিনি গিয়েছিলেন।
সোমবার দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের প্রসঙ্গে তিনি বলেছেন, মানুষ আর ভয় পাচ্ছেন না। তাঁরা রাস্তায় নেমে এসেছেন। সেই কারণে তিনি গর্বিত অনুভব করছেন। তবে দীপিকা পাডুন জেএনইউ ছাড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শাসক দল বিজেপির অনেক সমর্থক তাঁর ছবি বয়কটেরও ডাক দিয়েছেন। জানুয়ারি মাসেই অ্যাসিড আক্রান্ত একটি মেয়ের লড়াই নিয়ে তাঁর ছবি ছপক আসতে চলেছে। এই ছবির ডিরেক্টর মেঘনা গুলজার।
রবিবার রাতে জেএনইউতে মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। তারা পড়ুয়া সহ বেশ কয়েকজনকে অধ্যাপককে লোহার রড দিয়ে মারে। রবিবার রাতেই এইমসের ট্রমা কেয়ার সেন্টারে তাঁদের ভর্তি করা হয়। ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছিলেন। এরমধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায় যদিও সোমবার তাদের সকলকেই ছেড়ে দেওয়া হয়। রবিবার থেকে জেএনইউয়ের উপাচার্য ভিসির পদত্যাগ দাবি করা হয়। টানা দুদিন এই ঘটনায় নীরব অবস্থান নেওয়ার পর মঙ্গলবার তিনি মুখ খোলেন। তিনি জানান, সব কিছু ভুলে নতুন শুরু করা হোক। কিন্তু রবিবার নৃশংস ঘটনার বিরুদ্ধে একটা শব্দও তিনি উচ্চারণ করেননি। শুধু তাই নয়, আহত পড়ুয়া বা অধ্যাপকদের সঙ্গে তিনি কথা বলেননি।