বিক্ষোভের গেরোয় ‘খেলো ইন্ডিয়া’র উদ্বোধনে ‘না’ প্রধানমন্ত্রীর

নাগরিকত্ব আইন ইস্যুতে দেশজুড়ে প্রতিবাদের মুখে বিষয়টিকে সরলীকরণ করার জন্য যতই সচেষ্ট হোন  বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদী ছাত্র সংগঠনগুলোকে নজরআন্দাজ করতে চাইছেনা বিজেপি নেতৃত্ব৷ আর সেক্ষেত্রে একটা চাপা আতঙ্ক যে কাজ করছে, তা আবারও প্রকাশ্যে এল৷ আপাত শান্ত মনে হলেও এনআরসি বিরোধী প্রতিবাদীরা এখনো সোচ্চার অসম জুড়ে৷

নয়াদিল্লি: নাগরিকত্ব আইন ইস্যুতে দেশজুড়ে প্রতিবাদের মুখে বিষয়টিকে সরলীকরণ করার জন্য যতই সচেষ্ট হোন  বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদী ছাত্র সংগঠনগুলোকে নজরআন্দাজ করতে চাইছেনা বিজেপি নেতৃত্ব৷ আর সেক্ষেত্রে একটা চাপা আতঙ্ক যে কাজ করছে, তা আবারও প্রকাশ্যে এল৷ আপাত শান্ত মনে হলেও এনআরসি বিরোধী প্রতিবাদীরা এখনো সোচ্চার অসম জুড়ে৷  বিরোধিতার ক্ষেত্রে অতি সক্রিয় ভূমিকা নিচ্ছে আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ)৷

এদিকে আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতেই ‘খেলো ইন্ডিয়া' ইয়ুথ গেমস ২০২০’-র উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷  কিন্তু ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেনা তিনি৷ যদিও প্রধানমন্ত্রীর অফিস থেকে বিষয়টিকে আড়াল করার চেষ্টা হচ্ছে৷ তবে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর বাতিল করার সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীর অফিস থেকেই অসমের বিজেপি সরকারকে জানানো হয়েছে৷ 

আসামে ১০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০৷ ইভেন্টের সিইও অবিনাশ যোশি এই অনুষ্ঠানের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ পাঠিয়েছিলেন৷ অবিনাশ জোশির কথায়,‘‘আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম৷ কিন্তু, এখনও পর্যন্ত তাতে সম্মতি দেওয়া হয়নি৷ তবে, আমাদের মৌখিক ভাবে বলা হয়েছে যে তিনি আসছেন না৷’’

এর আগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে ২০১৯-এর ১৫ থেকে ১৭ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা পূর্বনির্ধারিত ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন বাতিল হয়ছিল৷ এর কয়েক সপ্তাহের মধ্যেই স্পোর্টস ইভেন্টের উদ্বোধনের ক্ষেত্রে আবারও একইভাবে বিষয়টি প্রকাশ্যে এল৷
প্রসঙ্গত উল্লেখ্য, 'ইন্ডিয়া ইয়ুথ গেমস'-এর প্রবর্তন করে মোদী সরকার৷ গুয়াহাটি মাটিতে অনুষ্ঠিত হতে চলা 'খেলো ইন্ডিয়া' ইউথ গেমস ২০২০ এই ইভেন্টেরই তৃতীয় সংস্করণ৷   প্রথমবার ২০১৮ সালে দিল্লিতে অনুষ্ঠিত হয় এই ইভেন্ট এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *