নয়াদিল্লি: দেশের সর্বকালীন অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে নারী নিরাপত্তার বিষয়টি ইদানীং সর্বাধিক চর্চার বিষয় হয়ে উঠেছে৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে বেড়েছে ধর্ষণ৷ ২০১৭ সালে দেশে যেখানে মোট ৩২,৫৫৯টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল ২০১৮তে যা বেড়ে দাঁড়িয়েছে ৩২,৬৩২টিতে৷ কী অবস্থার বাংলার?
এক্ষেত্রে ধর্ষণের ঘটনায় দেশের মধ্যে ফের শীর্ষস্থানে মধ্যপ্রদেশ৷ ধারাবাহিকভাবে এই নিয়ে পরপর তিনবার ধর্ষণের ঘটনায় শীর্ষস্থান ধরে রাখলো মধ্যপ্রদেশ৷ পাশাপাশি নারী নির্যাতনের ঘটনায় শীর্ষে উত্তর প্রদেশ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশজুড়ে অল্প বয়সী মেয়েদের ধর্ষণের এক-তৃতীয়াংশ ঘটনাই ঘটে মধ্যপ্রদেশে৷ ২০১৭-র পরিসংখ্যান অনুযায়ী ৫,৫৬২টি ধর্ষণের ঘটনা ঘটেছিল এই রাজ্যে৷
অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ৫ টিরও বেশি৷ ২০১৮-তে নথিভুক্ত ৩৩, হাজার ৩৫৬ টি ধর্ষণের মধ্যে ১৬ শতাংশেরও বেশি মধ্যপ্রদেশের৷ অর্থাৎ নারী নিরাপত্তার নিরিখে এইমুহূর্তে দেশের সবথেকে বেশি বিপজ্জনক রাজ্য বলা যায় মধ্যপ্রদেশকে৷ যেখানে ছোটো (৬-১৮)থেকে বয়স্ক(৪৫-৬০) কোনো নারীই সুরক্ষিত নন৷ এনসিআরবি-র হিসেব বলছে, শিশুধর্ষণের হারে উত্তরপ্রদেশ যেখানে প্রথম স্থানে সেখানে মধ্যপ্রদেশের স্থান দ্বিতীয়৷ তবে ৬ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের ধর্ষণের ঘটনার ক্ষেত্রে মধ্যপ্রদেশ শীর্ষস্থানে৷
রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে মধ্যপ্রদেশে ৫, ৪৩৩ টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে৷ যার মধ্যে ৫৪টি ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বয়স ছয় বছরের নীচে৷ এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী- ২০১৮ সালে মধ্যপ্রদেশে নথিভুক্ত ধর্ষণের ঘটনার মধ্যে৷ ২,৮৪১টি ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বয়স ১৮ বছরের কম৷ ১,১৪৩ টি ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বয়স ১২-১৬৷ ১৮,৫০২ টি ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বয়স ১৬-১৮-র মধ্যে৷ ৫৪ টি ঘটনায় নির্যাতিতার বয়স ৬ বছরের কম৷ ১৪২ টি ঘটনায় বয়স ৬-১২ বছরের মধ্যে৷ ২০১৬ সালে মধ্যপ্রদেশে নথিভুক্ত ধর্ষণের ঘটনার মধ্যে ২,৪৭৯ টি ঘটনায় নির্যাতিতার বয়স ১৮ নিচে৷ এর মধ্যে ৩৯ জনের বয়স ৬ বছরের কম৷ ২০১৬ সালে নথিভুক্ত ধর্ষণের ঘটনার মধ্যে-৩,০৮২ টি ঘটনায় নির্যাতিতার বয়স ১৮ বছরের নিচে৷ যার মধ্যে ৫০ জন নির্যাতিতার বয়স ছয় বছরের নিচে৷
রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের পর ধর্ষণে দ্বিতীয় স্থানে রাজস্থান (৪৩৩৫), তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ (3946), চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র (২১৪২) এবং পঞ্চম স্থানে রয়েছে ছত্তিশগড় (২০১৯)৷ কিন্তু, কোথায় দাঁড়িয়েছে বাংলা? এনসিআরবি-র রিপোর্ট বলছে, তথ্য দিতে অস্বীকার করায় পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সিকিমের কোনও তথ্য রিপোর্টে উল্লেখ করা হয়নি৷ ফলে, জানা যায়নি বাংলার অবস্থান৷
মধ্যপ্রদেশের আইনিবিভাগের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১ সালে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ১৮ টি মামলায় দোষীদের সর্বোচ্চ সাজা ঘোষণা করে আদালত৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে, ২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার অপরাধীর মৃত্যুদণ্ড আগামী ২২ জানুয়ারি৷ আর তার আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এই রিপোর্ট দেশের নারী নিরাপত্তার ক্ষেত্রে দেশের সামাজিক থেকে প্রশাসনিক সব ক্ষেত্রকেই বড়োসড়ো প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল৷