পুলিশ আমার বিরুদ্ধে হামলার প্রমাণ প্রকাশ করুক: ঐশী ঘোষ

কেন্দ্রের দিল্লি পুলিশ জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষকে হামলাকারী হিসেবে চিহ্নিত করার পরেই তিনি সাংবাদিক সম্মেলন করেন৷ তিনি জানান,  পুলিশ প্রয়োজন পড়লে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ আমিও প্রমাণ করতে পারব, কীভাবে আমার ওপর হামলা হয়েছিল৷ এই বিষয়ে আমার কাছে প্রমাণ রয়েছে৷ ৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীদের হামলায় ঐশী ঘোষ গুরুতর আহত হন৷ তাঁরা মাথায় ১৬টা সেলাই পড়েছে বলেও জানা গিয়েছে৷

নয়াদিল্লি: কেন্দ্রের দিল্লি পুলিশ জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষকে হামলাকারী হিসেবে চিহ্নিত করার পরেই তিনি সাংবাদিক সম্মেলন করেন৷ তিনি জানান,  পুলিশ প্রয়োজন পড়লে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ আমিও প্রমাণ করতে পারব, কীভাবে আমার ওপর হামলা হয়েছিল৷ এই বিষয়ে আমার কাছে প্রমাণ রয়েছে৷ ৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীদের হামলায় ঐশী ঘোষ গুরুতর আহত হন৷ তাঁরা মাথায় ১৬টা সেলাই পড়েছে বলেও জানা গিয়েছে৷

এদিন সাংবাদিক সম্মেলনে ঐশী ঘোষ বলেন,  'আমাদের দেশের আইনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে৷ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার পাব বলে আমার আশা রয়েছে৷ কিন্তু দিল্লি পুলিশ কেন নিরপেক্ষ হতে পারছে না৷আমার অভিযোগ এফআইআর হিসেবে দায়ের পর্যন্ত করা হল না৷ আমি কোনও হামলার মতো ঘটনার সঙ্গে যুক্ত নই৷' তিনি দাবি করেছেন, 'আমার বিরুদ্ধে কী প্রমাণ আছে, তা প্রকাশ্যে নিয়ে আসতে হবে৷' এরপর তিনি বলেন, 'দিল্লি পুলিশকে আমরা মোটও ভয় পাই না৷ তাছাড়া আমরা জানি, আমরা কোনও আইন বিরুদ্ধ কাজ করিনি৷ আমি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করেছি৷'