নয়াদিল্লি: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে আশ্রয় নেওয়া ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সূত্রের খবরI বাংলাদেশের জঙ্গি সংস্থা জেএমবির জন্য আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গিয়েছে৷ প্রশিক্ষণ পাওয়ার পর জঙ্গিরা ভারতে হামলা করবে বলে আশঙ্কা করা হয়েছে৷
সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পাকিস্তান ভারতে নাশকতা করার জন্য বড়সড় ষড়যন্ত্র করছে৷ পাকিস্তা ভারত ও বাংলাদেশ সীমান্তে এই নাশকতা করার পরিকল্পনা করছে আশঙ্কা করা হচ্ছে৷ এর জন্যই আইএসআই বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ৪০ জন রোহিঙ্গাকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে৷
সূত্রের খবর, এই নাশকতার জন্য সৌদি আরব ও মালয়েশিয়া থেকে অর্থ এসেছে৷ ইতিমধ্যে জেএমবি এই অর্থ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে৷ সেই অর্থ থেকেই জেএমবি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে বলে গোয়েন্দা সংস্থা অনুমান করছে৷ গোয়েন্দা সংস্থাটি ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরের সীমান্তে পাকিস্তান এখন আর জঙ্গি প্রশিক্ষণ দিতে পারছে না৷ কাশ্মীর সীমান্তে ভারতের কড়া নজর রয়েছে৷ তাছাড়া যে কোনও সময় ভারত সার্জিক্যাল অ্যাটাকের মতো ঘটনা ঘটাতে পারে৷ সেই কারণেই পাকিস্তান বাংলাদেশ সীমান্তকে বেছে নিয়েছে৷
গত বছরই এনআইএয়ের প্রধান ওয়াই সি মোদি জানান, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ভারতে হামলার ছক কষছে৷ সেই কারণেই ভারতের বিভিন্ন প্রদেশে তারা ১২৫ জন চরকে ছড়িয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছিলেন৷ ওয়াই সি মোদি বলেন, জেএমবির জঙ্গিরা বাংলাদেশ থেকে আসা শরণার্থী সেজে ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালাতে ছড়িয়ে গিয়েছে৷