গ্রাহকদের জন্য নয়া পরিষেবা SBI-এর, হাতে-হাতে মিলবে সুবিধা

গ্রাহকদের জন্য নয়া পরিষেবা SBI-এর, হাতে-হাতে মিলবে সুবিধা

নয়াদিল্লি: নতুন বছরে গ্রাহকদের জন্য নয়া সুবিধা নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ‘এসবিআই কুইক’ নামে একটি নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে দেশের এই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক৷ এতে বেশ কয়েকটি নম্বর গ্রাহকদের দেওয়া হয়েছে৷

যাতে মিসকল দিলেই গ্রাহকদের কাছে চলে আসবে অ্যাকাউন্টের ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট, চেকবুক ও হোম লোন সংক্রান্ত যাবতীয় তথ্য৷ এসবিআই কুইক নামে একটি অ্যাপ চালু করা হয়েছে৷ এর মাধ্যমে যাবতীয় তথ্য খুব দ্রুত হাতের নাগালে পেয়ে যাবেন গ্রাহকরা৷ এর জন্য বাড়তি কোনও মাশুল গুনতে হবে না গ্রাহকদের৷

অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাক জন্য ফেন ও এসএমএস করা যাবে এই 09223766666 নম্বরে৷ ওই নম্বরে SMS করতে হবে ‘BAL’ লিখে৷ মিনি স্টেটমেন্ট দেখতে 09223866666 এই নম্বরে কল করতে হবে৷ অথবা এসএমএস করতে হবে ‘MSTMT’ লিখে এই 09223866666 নম্বরে পাঠাতে হবে৷ চেকবুকের জন্য  SMS করতে হবে ‘CHQREQ’ লিখে এই 09223588888 নম্বরে পাঠাতে হবে৷ ‘CHQACCY6-digit number received in SMS’ to 09223588888 নম্বরে৷ দু’ঘণ্টার মধ্যে পাওয়া যাবে তথ্য৷ গৃহঋণের জন্য SMS HLI to এই 09223588888 নম্বরে পাঠাতে হবে৷

ব্যাংকিং ব্যবস্থাকে ডিজিটালাইজড করার বিষয়ে আগেই উদ্যোগ নিয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক৷ সেই তালিকায় অগ্রগণ্য ভারতীয় স্টেট ব্যাংক৷ এবার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নয়া ব্যবস্থা চালু করল রাষ্ট্রায়ত্ত এই সংস্থা৷ ইতিমধ্যেই টুইট করে সেই সুখবর গ্রাহকদের জানিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *