সোনিয়ার নয়া কৌশল! দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস কংগ্রেস শিবিরে

শনিবার দিল্লির আকরব রোডে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়৷ সেই বৈঠকে যে দেশের নাগরিকত্ব আইন ও জেনএনইউতে হামলার ঘটনা উঠে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না৷ এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির নির্দেশে আগামী দিনে সিএএ ও এআরসি নিয়ে কংগ্রেসের রণকৌশল ঠিক হয় বলে জানা গিয়েছে৷

নয়াদিল্লি: শনিবার দিল্লির আকরব রোডে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়৷ সেই বৈঠকে যে দেশের নাগরিকত্ব আইন ও জেনএনইউতে হামলার ঘটনা উঠে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না৷ এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির নির্দেশে আগামী দিনে সিএএ ও এআরসি নিয়ে কংগ্রেসের রণকৌশল ঠিক হয় বলে জানা গিয়েছে৷

১৩ জানুয়ারি বিরোধীদের বৈঠক ডাকা হয়েছে৷ তার আগে ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসের রণনীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ সোমবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে৷ স্বাভাবিকভাবে এনআরসি, এনআরপি, সিএএ নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ এছাড়াও বার বার পুলিশের নির্যাতনের মুখে পড়েছে ছাত্ররা৷ জামিয়া আমিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, জেএনইউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর হামলা চালায় দিল্লি পুলিশ৷

জামিয়া আমিয়া বিশ্ববিদ্যালয়ের  পড়ুয়ারা ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সিএএ ও এনআরসির বিরোধিতা করে শান্তিপূর্ণ মিছিল করেন৷ সেখানে পুলিশ হামলা করে বলে অভিযোগ উঠতে থাকে৷ চাপে পড়ে দিল্লি পুলিশ স্বীকার করে, জামিয়া আমিয়া বিশ্ববিদ্যালয়ে তারা গুলি চালিয়েছিল৷ এই বিষয়ে বিরোধীদের বৈঠকে আলোচনা হবে৷ কিন্তু তার আগে কংগ্রেস নিজেদের রণনীতি ঠিক করতে এই বৈঠক করে৷

এই বৈঠকে সোনিয়া গান্ধি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পি চিদাম্বরম, আনন্দ শর্মা, এ কে অ্যান্টনি, কে সি বেনুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ প্রমুখরা৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি আগেই জেএনইউয়ের ঘটনায় আগেই নিন্দা করেছেন৷ জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গত রবিবার রাতে আদতে কি ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে জানতে কংগ্রেসের একটি দল সেখানে যায় বলেও জানা গিয়েছে৷ এদিনও সোনিয়ায় গান্ধি পড়ুয়াদের ওপর হামলার সমালোচনা করেন৷

১৩ তারিখের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, রাজ্যে কংগ্রেস ও বাম নোংরা রাজনীতি করছে৷ সেই কারণেই এই বৈঠকে তিনি যাবেন না৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে সভানেত্রী সোনিয়া গান্ধিকে ফোন করে জানান৷ তিনি ফোন করেন এনসিপি নেতা শরদ পাওয়ারকেও৷ বিরোধীদের বৈঠকে যেতে না পারার জন্য তিনি ক্ষমাও চান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *