কলকাতা: আন্তর্জাতিক বাজারে সোনার দাম এর ব্যাপক পতন পৌষ সংক্রান্তি শুরুতেই প্রভাব ফেলল দেশের বাজারে। বিশ্ব বাজারের পরিসংখ্যান অনুযায়ী,গত পাঁচ মাস ধরে বেড়েই চলেছিল সোনার দাম। এক সময় যার জেরে ভারতে সোনার চাহিদা অন্তত ৩০ শতাংশ কমে যায়। সম্প্রতি মার্কিন আক্রমণে ইরানের সেনাপ্রধান সোলেমানির মৃত্যুর পরে ইরান-মার্কিন সম্পর্কের অবনতি হওয়ায় সোনার দাম বেলাগাম বাড়তে শুরু করে। আশঙ্কা ছিল পরবর্তীতে দাম আরও বাড়তেই থাকবে। তবে সেই ভ্রান্তি কাটিয়ে গত সপ্তাহে বৃহস্পতিবার থেকেই সোনার দামে পতন লক্ষ্য করা যাচ্ছিল।
এরপর শনি ও রবিবার ফের দাম কিছুটা বাড়লেও একসপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার থেকেই ফের কমতে শুরু করেছে সোনার দাম। গত বৃহস্পতিবার একদিনেই ১০ গ্রাম সোনার দাম ১,১৪০ টাকা কমে যায়। এর পরে শুক্রবারেও প্রতি ১০ গ্রাম সোনার দাম কমে ২৫০ টাকা। শনি ও রবিবার ফের সোনার দাম ২৯০ টাকা বেড়েছিল। তবে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকে ফের কমে যায় সোনার দাম। এদিন ২২ ক্যারাট সোনার দাম কমেছে ২৮০ টাকা। অন্য দিকে, ২৪ ক্যারাট সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ১৮০ টাকা। এইচডিএফসি সিকিউরিটিজের প্রধান (উপদেষ্টা-পিসিজি) দেবেশ বকিল জানিয়েছেন যে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম জোরদার হওয়ার কারণেই সোনার দাম কমেছে। পাশাপাশি আরও একটি কারণ বিশ্ববাজারে সোনার দামে পতন। আসছে মাঘ মাস অর্থাৎ বাঙালির বিয়ের মরসুম, তাই সোনার গয়নার চাহিদাও তুঙ্গে। সেক্ষেত্রে এইমুহুর্তে বাঙালি মধ্যবিত্তের অনেকটাই স্বস্তি।
একনজরে মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর দাম:
পাকা সোনার ১০ গ্রাম (২৪ ক্যারাট) দাম ৪০,২৩০ টাকা। (সোমবার যার দাম ছিল ৪০,৬০০ টাকা)।
গয়না সোনা ১০ গ্রাম (২২ ক্যারাট) দাম ৩৮,১৭০ টাকা। (সোমবার যা ছিল ৩৮,৫২০ টাকা)।
হলমার্ক সোনা ১০ গ্রাম (২২ ক্যারাট) দাম ৩৮,৭৪৫ টাকা। (সোমবার যা ছিল ৩৯,১০০ টাকা)।
রুপোর বাট কেজি প্রতি ৪৬,৪০০ টাকা, যা সোমবার ছিল ৪৬,৯০০ টাকা।
খুচরো রুপোর দাম কমে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৪৬,৫০০ টাকা।