২২-এ হচ্ছে না নির্ভয়ার দোষীদের ফাঁসি, ফের গেল পিছিয়ে

২২-এ হচ্ছে না নির্ভয়ার দোষীদের ফাঁসি, ফের গেল পিছিয়ে

নয়াদিল্লি: দিনক্ষণ স্থির হয়ে গিয়েছিল। কথা ছিল ২২ জানুয়ারি সকাল সাতটায় নির্ভয়ার দোষীদের ফাঁসি হবে। কিন্তু নির্দিষ্ট দিনের সাতদিন আগেই বড়সড় রিপোর্ট এল। জানা গেল, ২২ তারিখে নির্ভয়ার দোষীদের শাস্তি দেওয়া যাবে না।  আরও ১৪দিন আইন চাইলেন নির্ভয়ার দোষীদের আইনজীবীরা।

দিল্লির পাটিয়ালা হাউস আদালতের তরফেই ২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির দিন চূড়ান্ত করে দেওয়ার পর, এদিন নিয়মের গেরোয় পড়েই পিছিয়ে গেল ফাঁসির তারিখ। মৃত্যুদণ্ড থেকে রেহাই চেয়ে আদালতের দোরে দোরে ঘোরার পর শেষ বারের মতো আর একবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল এই ঘটনার অন্যতম মুকেশ সিং। কিন্তু তার জবাব এখনও পর্যন্ত রাষ্ট্রপতি দেননি। অর্থাৎ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি যদি মৃত্যুদণ্ডের আবেদন খারিজও করে দেন সেক্ষেত্রে ফাঁসির জন্য অন্তত ১৪ দিন সময় পায় দোষীরা। সেই হিসেব মতোই ২২ জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া দোষীদের।

শেষবারের মতো আদালতের কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানিয়ে আইনি পথে হেঁটেছিল ফাঁসির আসামী বিনয় শর্মা ও মুকেশ সিং। কিন্তু গত মঙ্গলবার তাদের রুজু করা কিউরেটিভ পিটিশনের শুনানি খারিজ করে বিচারপতি এন ভি রমনা, অরুণ মিশ্র, আরএফ নরিম্যান, আর ভানুমতি এবং অশোক ভূষণের বিশেষ বেঞ্চ। এরপরই একরকম চূড়ান্ত হয়ে যায় ২২ তারিখই ফাঁসি হচ্ছে দোষীদের। তবে নিয়মের গেরোয় এবার পিছিয়ে যেতে চলেছে দোষীদের ফাঁসির দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *