৪ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল সরকার, তবে কি পিছু হটছে কেন্দ্র?

৪ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল সরকার, তবে কি পিছু হটছে কেন্দ্র?

শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আরও চারজন নেতাকে মুক্তি দিল কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার তাঁরা পাঁচজন নেতাকে মুক্তি দিয়েছেন৷ কেন্দ্রীয় সরকার মোট নয় জন নেতাকে মুক্তি দিলেন৷ তবে এখনও কাশ্মীরের তিন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, তাঁর ছেলে মেহবুবা আবদুল্লা ও মেহবুবা মুফতিকে এখনও মুক্তি দেওয়া হয়নি৷ তবে তাঁদের কবে মুক্তি দেওয়া হবে, সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে৷ এছাড়াও পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত বুধবার থেকে কাশ্মীরে আংশিকভাবে ইন্টারনেট পরিষেহা চালু হয়েছে৷ তবে এখনও কাশ্মীরের বেশিরভাগ অঞ্চল ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত বলে জানা গিয়েছে৷

বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত নেতাদের মধ্যে ন্যাশনাল কনফারেন্সের (এনসি) তিনজন এবং  ডেমোক্রেটিক পার্টির (ডিপি) দুজন নেতা রয়েছেন৷ এদের মধ্যে এনসি'র মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন- আলতাফ কালু, শওকত গনাই ও সালমান সাগর এবং ডিপি'র দুই নেতা হলেন- নিজামুদ্দিন ভাট ও মুখতার বাধ৷

শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে হাজি আবদুল রশিদ, নাজির আহমেজ গুরেজি, মহম্মদ আব্বাস ওয়ানি, প্রাক্তন মন্ত্রী আবদুল হাক খান৷ বৃহস্পতিবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাকে হরি নিবাস থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ ফারুক আবদুল্লা শ্রীনগরে গুপকার রোডে নিজের বাড়িতে বন্দি  রয়েছেন৷ মেহবুবা মুফতি মৌলানা রেসিডেন্সি রোডে সরকারি বাংলোতে বন্দি রয়েছেন বলে জানা গিয়েছে৷

দীর্ঘ পাঁচ মাস ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর গত বুধবার থেকে কাশ্মীরে আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে৷ সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর টু জি সার্ভিস দেওয়ার জন্য অপারেট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন৷ বিশেষ মর্যাদা রদের সময় থেকে সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে যেসব বিধি নিষেধ জারি করা হয়েছিল, তা ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে৷ ছেড়ে দেওয়া হচ্ছে কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্বকে৷ তবে এখনও কাশ্মীরে বন্দি রয়েছেন ৩০ জনের বেশি প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *