নয়াদিল্লি: দেশজুড়ে এনআরসি বিরোধী প্রতিবাদের মধ্যেই এনপিআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ দিল্লিতে অমিত শাহের মন্ত্রকের ডাকা বৈঠকে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এনপিআর-জনগণনা সাংবিধানিক বাধ্যবাধকতা৷ ফলে কোন রাজ্য এতে বাধা দিতে পারবে না৷
আজ এনপিআর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনপিআরে নতুন তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়৷ বাধ্যতামূলক হচ্ছে না কোন তথ্য প্রদান৷ এনপিআর, জনগণনা সাংবিধানিক বাধ্যবাধকতা৷ কোন রাজ্য এতে বাধা দিতে পারবে না৷ নতুন তথ্য দেওয়া বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা দিল্লির এনপিআরের বৈঠকে৷ কোনও ব্যক্তি যদি চান, তিনি তাঁর ব্যক্তিগত তথ্য জানাতে পারেন৷ অথবা তিনি যদি না চান, নাও পারেন৷ কোন ব্যক্তি যদি তথ্য জানাতে না চান, সে ক্ষেত্রে কী করণীয়? এই প্রশ্নের জবাবে নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের৷
জানা গিয়েছে, ২০২১ সালে জনগণনা কাজটি দু’টি ধাপে হবে দেশেজুড়ে৷ প্রথম ধাপে বাড়িতে গিয়ে তালিকা সংযুক্তিকরণের কাজ করা হবে৷ সেটি বিভিন্ন রাজ্যের নিজেদের সুবিধা অনুযায়ী বিজ্ঞপ্তি করতে পারে বলে জানানো হয়েছে৷ দ্বিতীয় ধাপের আধিকারিক পর্যায়ে হবে কাজ৷ তবে, জনগণনায় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও স্মার্টফোনের বিস্তারিত তথ্য চাওয়াকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷ একজন জনতার কাছ থেকে কেন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন৷