নয়াদিল্লি: এনআরসি ও সিএএ বিতর্কের মাঝে গোটা দেশজুড়ে চালু হতে চলেছে এনপিআর৷ বাংলায় ছাড়া দেশের সমস্ত রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা বৈঠক অংশ নিয়ে এনপিআর চালু করার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছে বলে খবর৷ কিন্তু, রাজধানীতে বৈঠক শেষ হতে না হলেই এনপিআরে তথ্য জানানো সংক্রান্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে অমিত শাহের দপ্তর৷
এনপিআর প্রক্রিয়ায় অসহযোগিতা কিংবা ভুল তথ্য দিলে গুনতে হতে পারে মোটা আর্থিক জরিমানা৷ এমনই ইঙ্গিত দিয়ে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের এনপিআরের সমীক্ষায় সরকারি কর্মীদের সঙ্গে সহযোগিতা না করলে কিংবা ভুল তথ্য দিলে ১ হাজার টাকা জরিমানা করার ব্যবস্থা রয়েছে নাগরিকত্ব আইনে৷ নাগরিকত্ব আইনের ১৭ নম্বর বিধিতে জানানো হয়েছে, ভুল তথ্য দিলে ১ হাজার টাকা জরিমানা করা হবে৷
সম্প্রতি পরীক্ষামূলক ভাবে ৩০ লক্ষ মানুষের উপরে এনপিআর সমীক্ষায় ৭৩টি জেলায় ভাল সাড়া পাওয়া গিয়েছে বলে টুইট করে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, এই সমীক্ষায় আধার কার্ড, ভোটা কার্ড, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়৷ আগামী ১ এপ্রিল গোটা দেশে সরকারি ভাবে শুরু হতে চলেছে এনপিআর৷
এনপিআর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনপিআরে নতুন তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়৷ বাধ্যতামূলক হচ্ছে না কোন তথ্য প্রদান৷ এনপিআর, জনগণনা সাংবিধানিক বাধ্যবাধকতা৷ কোন রাজ্য এতে বাধা দিতে পারবে না৷ নতুন তথ্য দেওয়া বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা দিল্লির এনপিআরের বৈঠকে৷ কোনও ব্যক্তি যদি চান, তিনি তাঁর ব্যক্তিগত তথ্য জানাতে পারেন৷ অথবা তিনি যদি না চান, নাও পারেন৷ কোন ব্যক্তি যদি তথ্য জানাতে না চান, সে ক্ষেত্রে কী করণীয়? এই প্রশ্নের জবাবে নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের৷