সাবধান! যে কোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন আপনি! কার্যকর নয়া আইন

সাবধান! যে কোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন আপনি! কার্যকর নয়া আইন

নয়াদিল্লি: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিতর্ক, বিধানসভা নির্বাচনের উত্তাপে ৩ মাসের জন্য রাজধানী দিল্লিতে জাতীয় নিরাপত্তা আইন৷ গোটা রাজধানীজুড়ে এনএসএ লাগু করেছে অমিত শাহের মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ৷ নির্দেশ কার্যকর করেছেন লেফটেন্যান্ট গভর্নর৷

কিন্তু কী এই জাতীয় নিরাপত্তা আইন? এই আইনে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এমন কোনও পরিস্থিতি তৈরি হলে ১ বছরের জন্য যে কোনও ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে পুলিশ৷ ১০ দিন পরও গ্রেপ্তার হওয়ার ব্যক্তিকে কী কারণ গ্রাপ্তার করা হয়েছে, তা নাও জানাতে পারে পুলিশ৷ নেওয়া যাবে না কোনও আইনজীবীর সহযোগিতা৷

আজ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ১৯৮০ সালের জাতীয় নিরাপত্তা আইনের ৩ নম্বর ধারার (৩) উপধারা ও ২ নম্বর ধারার (সি) উপধারা বলে ১৯ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দিল্লি পুলিশকে উল্লিখিত আইনের ক্ষমতাবলে আটক করার অনুমোদন জারি করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =