পুলওয়ামা হামলায় নয়া মোড়, উঠল চাঞ্চল্যকর দাবি!

পুলওয়ামা হামলায় নয়া মোড়, উঠল চাঞ্চল্যকর দাবি!

fa610d3a3570ec4dc4655d89bd8b0dba

কলকাতা: সংসদ হামলা ও পুলওয়ামা হামলায় পুনরায় তদন্ত হওয়া উচিত বলে দাবি করলেন সিপি আই (এম এল)-য়ের পলিব্যুরো সদস্য কবিতা কৃষ্ণান৷ এক খোলা চিঠিতে তিনি জানান, দাবিন্দার সিং একজন প্রবীণ পুলিশ আধিকারিক৷  সন্ত্রাসবাদীদের কাশ্মীরে আনার সময় তিনি ধরা পড়েন৷ জম্মু ও কাশ্মীর জানিয়েছে, দাবিন্দার সিং সন্ত্রাসবাদী৷ সেক্ষেত্রে তদন্তের জন্য কেন এনআইএকে হস্তান্তর করা হল৷ তিনি প্রশ্ন করেছেন, তবে কি প্রমাণ লোপাটের জন্য এনআইএকে দিয়ে তদন্ত করা হয়েছে৷

তিনি খোলা চিঠিতে জানিয়েছেন, একটা বিষয় বড় অদ্ভুত দাবিন্দারের যেখানে যেখানে পোস্টিং হয়েছে, সেখানে সেখানে জঙ্গিহামলা হয়েছে৷ আফজল গুরুর সঙ্গে প্রতারণা করা হয়েছে, তা আজজল গুরু জানিয়েছিল৷ এবার সেই কথা স্বীকার করেছেন দাবিন্দার সিং৷ তিনি জানিয়েছেন, তাঁর কথাতেই আফজল গুরু এক ব্যক্তিকে দিল্লিতে রাখতে গিয়েছিলেন৷ এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই সংসদ হামলার সঙ্গে দাবিন্দর সিং যুক্ত থাকতে পারেন বলে সম্ভাবনা দেখা দিয়েছে৷

তিনি আরও দাবি করেছেন, বাজপেয়ি সরকার যখন কফিন কেলেঙ্কারিতে কাঠগোড়ায়, ঠিক তখন সংসদে হামলা হয়৷ ২০১৯ সালে নির্বাচনের ঠিক আগে যখন মোদি সরকার রাফালে কেলেঙ্কারিতে জর্জরিত, ঠিক তখনই পুলওয়ামায় হামলায় হামলা হয়েছে৷ আজও বিভিন্ন বিষয় নিয়ে মোদি সরকার কোনঠাসা৷ এই পরিস্থিতিতে ২০২০ সালে ২৬ জানুয়ারি দিল্লিতে যদি হামলা হয়, তা হলে ফায়দা কার হবে বলেও তিনি প্রশ্ন তুলে দিয়েছেন৷

এরপরেই তিনি প্রশ্ন তুলেছেন, দেশপ্রেমের ছদ্মবেশে এই সন্ত্রাসকে কে লালন করছে? আমরা যে রাজ্যে বা শাসনে বাস করছি, সেখানে কতজন এই রকম  লোক আছে? তিনি মন্তব্য করেছেন, দেশের সাধারণ মানুষের এই বিষয়ে প্রশ্ন করার সময় চলে এসেছে৷ কারণ দেশের শাসক ও গদি মিডিয়া ইতিমধ্যে এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *