নয়াদিল্লি: নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ আর সেই বিতর্কের আবহে তলানিতে ঠেকেছে দেশের আর্থসামাজিক ব্যবস্থা৷ মেনেছে জাতীয় বৃদ্ধির হার৷ গোটা দেশজুড়ে চলছে আর্থিক মন্দা৷ আর সেই মন্দার আবহে মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷
সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফে জানানো হয়েছে, সামাজিক স্থিতিশীলতা সূচক বা Social Mobility Index-এর ভারত এখন গোটা বিশ্বের নিরিখে পিছনের সারিতে অবস্থান করছে৷ মোট ৮২টি দেশের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে সামাজিক গতিশীলতার সুযোগ দাঁড়িয়েছে ৬৭ তম স্থানে৷ অর্থাৎ গোটা বিশ্বে ৮২টি দেশের মধ্যে ভারত এখন ৬৭ তম স্থানে দাঁড়িয়েছে৷ সামাজিক স্থিতিবস্থা সূচকে ভারত যে ক্রমাগত পিছনের দিকে এগিয়ে চলেছে, তা কার্যত রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷
A @WEF report ranks India low at 76th place out of 82 countries on a new Social Mobility Index. #WEF20 #PTI_Davos
— Press Trust of India (@PTI_News) January 20, 2020