নয়াদিল্লি: এনআরসি-সিএএ, অর্থনীতিতে মন্দা বা আকাশ ছোয়া বাজারদরে, দেশের মানুষের ‘হালুয়া টাইটে’র মধ্যেই দশকের প্রথম সাধারণ বাজেট পয়লা ফেব্রুয়ারি৷ সোমবারই অর্থ মন্ত্রকে ‘হালুয়া উৎসব’ হয়ে গিয়েছে৷ যার অর্থ, এই দিন থেকেই বাজেটের বিষয়ে বাইরের মতামত নেওয়া বন্ধ করল মন্ত্রক৷ ২০২০-২১ সালের বাজেট সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে, নাকি ‘হালুয়া টাইট’ করে ছাড়বে, তা এখন দেশের বিভিন্ন দিকে প্রধান আলোচ্য বিষয়৷
দেশের অর্থনীতির নিম্নমুখীনটা এবং জিনিসপত্রের আকাশছোয়া দাম ইতিমধ্যেই সাধারণ মানুষের 'হালুয়া টাইট' করে ছেড়েছে৷ উপরন্ত, দেশের মানুষের মনেই বড় প্রশ্ন, তাঁরা কী আদৌ এই দেশের নাগরিক? মোদী ২.০ যে সার্বিক ভীতি তৈরি হয়েছে৷
এই পরিস্থিতিতে দেশের মানুষ বাজেট নিয়ে কী আশা করতে পারে? দেশের মধ্যবিত্ত সমাজ বাজেট থেকে কর ছাড়ের বিষয়টি আশা করে৷ মন্দার বাজারে চাহিদার যোগান দিতে কিছু করুক মোদী সরকার, তাই চায় এম জনতা৷
দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে৷ চলতি অর্থবর্ষের এই ত্রৈমাসিক ৫% হারে বৃদ্ধি দেবে এই আশা করছে মোদী সরকার৷ কিন্তু, তথ্য বলছে, ২০১২-১৩ থেকে হিসাব করা হলে চলতি অর্থবর্ষ সবথেকে শ্লথ বৃদ্ধি দেখিয়েছে৷ অন্য দিকে, মুদ্রাস্ফীতি পাল্লা দিয়ে বেড়েছে ৭.৩৩ শতাংশ৷ সেক্ষেত্রে কর ছাড় দিয়ে এবার মধ্যবিত্তের মন পাওয়ার চেষ্টা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ সরকার দীর্ঘমেয়াদি শেয়ারের ক্ষেত্রেও কর ছাড় দিতে পারে৷