১০০ কোটি জনতার মোট সম্পদের ৪ গুণ টাকা ১% হাতে! প্রকাশ্যে আর্থিক বৈষম্য

১০০ কোটি জনতার মোট সম্পদের ৪ গুণ টাকা ১% হাতে! প্রকাশ্যে আর্থিক বৈষম্য

নয়াদিল্লি: গত সাড়ে চার দশকে দেশের বেকারত্বের হার সর্বাধিক৷ কমছে দেশের জাতীয় বৃদ্ধির হার৷ দেশের অর্থনীতিতে চলছে মন্দা৷ আর এই মন্দার আবহে আগামী মাসে বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র৷ কিন্তু, বাজেট পেশের  আগে দেশের অর্থনীতির ভয়াবহ আর্থিক বৈষম্যের তথ্য প্রকাশ করল স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফ্যাম৷

‘টাইম টু কেয়ার’ নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে অক্সফ্যাম তাদের সমীক্ষায় জানিয়েছে, ২০১৮-২০১৯ অর্থ বাজেটের মোদ বরাদ্দ থেকেও ঢের বেশি দেশের ৬৩ জন ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ৷ ভারতের ১০০ কোটি জমতার মোট সম্পত্তির ৪ গুণ সম্পদ রয়েছে দেশের ১ শতাংশ ধনকুবেরের হাতে৷

আরও জানানো হয়েছে, ২০১৮-২০১৯ আর্থিক বছরে ভারতের মোট বাজেট বরাদ্দ করা হয় ২৪ লক্ষ ৪২ হাজার ২০০ কোটি টাকা৷ কিন্তু, দেশের মোদ বাজেট বরাদ্দের বেশি সম্পত্তি রয়েছে দেশের ৬৩ জন ভারতীয় ধনকুবেরের হাতে৷ দেশের ৯৫ কোটি ৩ লক্ষ মানুষের ৭০ শতাংশের মোট সম্পত্তির চারগুণের বেশি সম্পদ রয়েছে ভারতের ১ শতাংশ ধনকুবেরের হাতে৷ গোটা বিশ্বের ৪৬০ কোটি বা ৬০ শতাংশ মানুষের মোট সম্পত্তি থেকে বেশি সম্পদ রয়েছে মাত্র ২ হাজার ১৫৩ জন ধনকুবেরের হাতে৷

তথ্য বলছে, একজন মহিলা ২২ হাজার ২৭৭ বছরে মোট আয় ১ বছরে তুলে নেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারা৷ একজন পরিচারিকার বছরে আয় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারা উপার্জন করেন মাত্র মাত্র ১০ মিনিটে৷ এই রিপোর্ট প্রকাশ হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী৷ গরিবের টাকা লুট করে নিজের পুঁজিবাদী বন্ধুদের পকেট ভরাচ্ছেন মোদি৷ কটাক্ষ রাহুলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *