দুই স্ত্রীর কাছে ৩ দিন করে থাকবেন স্বামী, একদিন ছুটি! অবাক সমঝোতা

দুই স্ত্রীর কাছে ৩ দিন করে থাকবেন স্বামী, একদিন ছুটি! অবাক সমঝোতা

রাঁচি: স্বামীর দুই বিয়ে। এই নিয়ে অশান্তি করলে কেউ  সুখী  থাকতে পারবে না। দুই স্ত্রী এই বিষয়টি বোঝার পরেই আজব সমঝোতা করল। তিন দিন করে  দুই স্ত্রীর কাছে থাকবেন স্বামী। আর এক দিন থাকবে স্বামীর ছুটির দিন। এই অদ্ভুত সমঝোতা ঝাড়খণ্ডের রাঁচিতে হয়েছে বলে জানা গিয়েছে।  এমন সমঝোতায় অবাক পুলিশ থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।

ব্যক্তির নাম রাজেশ। তাঁর দুই স্ত্রী। স্বামী কার কাছে কখন সময় কাটাবেন, সেই নিয়ে ঝামেলার শেষ নেই। ঝামেলা মেটাতে দুই স্ত্রী হাজির হন থানায়। প্রায় প্রত্যেকদিনই তাঁরা থানায় হাজির হন তাঁরা। আর এতেই বিষম বিপাকে পড়ে পুলিশ। জানা গিয়েছে, গত শনিবার ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী থানায় হাজির হন। জানান, পাঁচ দিন হয়ে গেল স্বামী আসেনি। কিছু একটা করুণ। এরপরেই পুলিশ দুই স্ত্রীকে নিয়ে ওই ব্যক্তি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। 

পুলিশের সামনেই ঠিক হয়, সপ্তাহের প্রথম তিন দিন প্রথম স্ত্রী’র কাছে থাকবে রাজেশ, পরের তিনদিন থাকবে দ্বিতীয় স্ত্রী’র কাছে। আর এক দিন ‘অফ ডে।’ গত বছরের শেষে একটি ঘটনায় দুই স্ত্রী’র কাছে মার খেয়েছিলেন এক যুবক। মাত্র ২৬ বছরেই দুটো বিয়ে সেরে ফেলেন এক যুবক। থেমে থাকেননি, আরও একটা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এরপরই প্রথম দুই স্ত্রীয়ের কাছে বেধড়ক মার খেলেন তিনি। আর এই পিটুনি যেখানে সেখানে নয়, একেবারে থানার সামনেই হল।

তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এই ঘটনা ঘটেছিল। ২০১৬ য় প্রথম বিয়েটি করেন, দিব্যি চলছিল সংসার। তারপর আবার এ বছরে এপ্রিল মাসেও আরেকটি বিয়ে করে ফেলেন। এরপর ফের ম্যাটরিমনিয়াল সাইটে দিয়ে দিয়েছিলেন নিজের ছবি। কারণ আরও এক মহিলাকে বিয়ে করতে চান তিনি। ঘটনার কথা জানার পর থেকেই , তাঁর প্রথম দুই স্ত্রী বারবার তাঁর অফিসের সামনে ধর্ণায় বসছিলেন। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে সেই ধর্ণা তোলে, দুই স্ত্রী এবং অভিযুক্ত যুবককে থানায় ডাকেন। থানার সামনে পৌঁছে, দুই স্ত্রী এবং তাঁদের পরিজনরা ওই যুবকের উপর গুছিয়ে হাতের সুখ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nineteen =