মৃত্যুর মুখ থেকে রক্ষা পেলেন ১৩ পর্যটক, হাউসবোর্টে বিপত্তি

মৃত্যুর মুখ থেকে রক্ষা পেলেন ১৩ পর্যটক, হাউসবোর্টে বিপত্তি

তিরুবন্তপুরম: অল্পের জন্য প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ১৩ জন পর্যটক সহ ৩ জন চালক ও তাঁদের সহকারী৷ ঈশ্বরের নিজের দেশ কেরলের একটি জনপ্রিয় ভেম্বানাদ লেক সংলগ্ন পাথিরামানাল দ্বীপের কাছে একটি হাউসবোর্টে আগুন লাগে৷

জানা যাচ্ছে,  কুমারাকম থেকে দু’তলা হাউসবোর্ট ওশিয়ানা যাত্রা শুরু করে৷ এরপর পাথিরামানাল পৌঁছানো মাত্রই ওই বোর্টে আগুন লেগে যায়৷ জানা যাচ্ছে, রান্নাঘর থেকেই এই আগুন লাগে৷ অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা বোর্টের মধ্যে ছড়িয়ে পড়ে৷ আচমকা আগুন লাগার ঘটনায় স্বভাবিক ভাবে যাত্রীরা দিশাহারা হয়ে যায়৷ নিজেদের প্রাণ বাঁচাতে লেকের জলে ঝাঁপ দেয়৷ এই ঘটনার কথা জানাজানি হতেই অল্প সময়ের মধ্যে সেখানে এসে পৌঁছোয় রাজ্যের জল পরিবহণ দফতরের একটি যাত্রীবাহী নৌকা ও স্পিড বোর্ট৷

যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী মুহাম্মা বোর্ট জেটিতে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনাগ্রস্থ হাউসবোর্ট ওশিয়ানায় আগুন লাগার সময় ৬ জন মহিলা এবং ৩ জন শিশু ছিলেন বলে জানা গিয়েছে৷ তবে ওই বোর্টের কোনো বৈধ লাইসেন্স ছিল না বলে জানা গিয়েছে৷ এই অপ্রত্যাশিত ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে বিভাগীয় তদন্ত হবে জানা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =