কলকাতা: কাঁচা-পাকা দাড়ি, চোখের কোনে বয়সের স্পষ্ট ছাপ৷ মাথায় টুপি, নীল জ্যাকেট ঢেকেছে সস্য পাক ধরা দাড়ির জট৷ বেশকিছু বরফের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে৷ এক নজর দেখলে তাঁকে চেনা কঠিন৷ কিন্তু, উপরে দেওয়া ছবিটি কার? টুইট করে তারই উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ বিকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে ওমর আবদুল্লা ছবি প্রকাশ করে হতাশা প্রকাশ করেছেন৷ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ‘‘এই ছবিটি ওমরের৷ চিনতে পারিনি৷ খারাপ লাগছে৷ দুর্ভাগ্য যে, আমাদের গণতান্ত্রিক দেশে এটাও ঘটছে৷ এই শেষ কবে হবে?’’
I could not recognize Omar in this picture. Am feeling sad. Unfortunate that this is happening in our democratic country. When will this end ? pic.twitter.com/lbO0PxnhWn
— Mamata Banerjee (@MamataOfficial) January 25, 2020
জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়েছে৷ উপত্যাকায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হওয়ার পর প্রায় ছয় মাস পর গৃহবন্দি থাকা ওমর আবদুল্লার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে৷ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়৷ ওমর আবদুল্লার এই ছবি এখন সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷