নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়ার ধর্ষকদের। নির্ভয়ার চার ধর্ষকদের ফাঁসির ওপর দিল্লির আদালত স্থগিতাদেশ দিয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির পাতিয়ালা আদালতে অ্যাডিশনাল সেশন জাজ রায় দিয়েছেন বলে জানা গিয়েছে। দোষীদের আইনজীবী এপি সিং জানিয়েছেন, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমারের ফাঁসির আদেশের ওপর স্থগিতাদেশের আবেদন করা হয়েছে।
পাতিয়ালা হাউস কোর্টের তরফে জানানো হয়েছে, পরবর্তী রায়দানের আগে অবধি মৃত্যু পরোয়ানার স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে এই দিনই সুপ্রিম কোর্ট নির্ভয়ার দোশী পবন গুপ্তার আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ২০১২ সালে ধর্ষণকাণ্ডের সময় পবন গুপ্কা নাবালক ছিল। কিন্তু পুলিশ তদন্তের সময় তাকে নাবালক হিসেবে দেখায়নি। যদিও এই বিষয়ে পবন গুপ্তার আইনজীবী আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেই সময় তার আরজি খারিজ করে দেওয়া হয়। কেন সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছিল, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পবন গুপ্তার আইনজীবী।
শুক্রবার সেই দাবি সুপ্রিম কোর্টের তরফে খারিজ করে দেওয়া হয়। অন্য দিকে, বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছন। সেই আবেদন এখনও রাষ্ট্রপতি খারিজ করেননি। আইন পঅনুসারে প্রাণ ভিক্ষার আবেদন খারিজ ও রায় সংশোধনের আরজি খারিজের পরও দোষীদের ১৪ দিন সময় দিতে হয়। আইনি জটিলতার জেরে, নির্ভয়ার দোষীদের ফাঁসি কবে হবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা রয়ে গিয়েছে।
জানা গিয়েছে, পবনকে নাবালক প্রমাণ করতে তার ম্যাট্রিক পরীক্ষার একটি মার্কশিট দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৭সালে এই মার্কশিট ইস্যু করা হয়েছে। তার আগেই পবন গুপ্তার ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন, আগে কেন মার্কশিট ইস্যু করা হল না।