আরও মহার্ঘ সিগারেট, কমল মদের দাম! দেখুন তালিকা

আরও মহার্ঘ সিগারেট, কমল মদের দাম! দেখুন তালিকা

e1abfaa4388b89856f35de657ca7bd14

নয়াদিল্লি:  সংসদে পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট৷ মোদি সরকারে দ্বিতীয় দফার সরকারের প্রথম পুর্নাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ প্রতি বছরের মতো এ বছরেও আসন্ন বাজেট নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয় বিপুল প্রত্যাশা৷ সেই প্রত্যাশা মেটাতে পারলেন নির্মলা? একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট ঝুলি হাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অর্থবাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের৷ গতবারের মতো এবারও অর্থমন্ত্রী তাঁর বাজেট নথি লালসালুতে মোড়া খাতা খোলেন৷ লালসালুতে মোড়া বাজেট ঝুলি খুলে সংসদের একের পর এক বার্তা অর্থমন্ত্রীর নির্মলার৷ এবারের এক নজরে দেখে নিন, কেন্দ্রীয় বাজেটে কোন পণ্যের হল দামী? দাম কমল কোন পণ্যের?

দাম বাড়ল:  সিগারেট, তামাকজাত দ্রব্য, মোবাইল ফোন পোর্সেলিন বা চিনামাটির বাসনপত্র, ক্লে আয়রন, ইস্পাত, তামা, ক্যাটালিটিক কনভার্টার, বাণিজ্যিক গাড়ির যন্ত্রাংশ৷ স্টিল, তামা ও চিনামাটির বাসনপত্র, রেফ্রিজারেটর, ক্যাটালাইটিক কনভার্টার, চিনি, ডিম, ওয়াল ফ্যান, গাড়ির যন্ত্রাংশ, আমদানিকৃত আসবাব ও জুতো, অ্যাগ্রো প্রাণীজ দ্রব্য, সিগারেট ও তামাকজাত দ্রব্য, অ্যালকোহল, সয়া ফাইবার, সয়া প্রোটিন, আমদানিকৃত চিকিৎসা সামগ্রির৷

দাম কমল: জামা কাপড়ের, নিউজ প্রিন্ট, হালকা কোটেড কাগজ, চিনি, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পশুদের থেকে পাওয়া পণ্য, টুনা মাছের চার, সর তোলা দুধ, মদ্যজাতীয় কিছু পানীয়, সয়া ফাইবার, সয়া প্রোটিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *