উধাও করোনা-আঙ্কিত! দেশে ফিরে হিন্দি গানে উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও

উধাও করোনা-আঙ্কিত! দেশে ফিরে হিন্দি গানে উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: করোনাভাইরাসের ভয়ে চিনে দীর্ঘদিন ঘরে বন্দি ছিলেন ভারতীয়রা৷ তার সঙ্গে যোগ হয়েছিল ভয়৷ কিন্তু বিমান ভারতের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেই ভয় এক নিমিষে দূর হয়ে যায়৷ ভারত সরকারের উদ্যোগে ৩২৩ জন ভারতীয় চিন থেকে দেশে ফিরে এসেছেন৷ দেশে ফিরে আনন্দে হিন্দি গানের সহ্গে নাচে মাতলেন চিনে আটকে থাকা ভারতীয়রা৷ হরিয়ানার মানেসরের আইসোলেশন সেন্টারে তাদের সেই নাচ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

চিনের উহানে আটকে থাকা ভারতীয়দের প্রায় সবাই সেখানে ডাক্তারির পড়ুয়া৷ গত কয়েকদিন ধরে তাদের দেশে ফেরাতে চেষ্টা চালাচ্ছিল মোদি সরকার৷ ওদিকে উৎকণ্ঠা বাড়ছিল পড়ুয়াদের পরিজনদের মধ্যেও৷ মৃত্যু উপত্যকা উহানে বন্দিদশায় কোনও ক্রমে চলছিল খাওয়াদাওয়া৷ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেকেরই উড়েছিল ঘুম৷ রবিবার সকালে উহানে আটকে পড়া ৩২৩ জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে ফিরেছে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিশেষ বিমান৷ তার পর তাদের নিয়ে যাওয়া হয় আইসোলেশন সেন্টারে৷

চিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ তার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ কিন্তু কীভাবে এই করোনাভাইরাস মানুষের শরীরে এল৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মত পাওয়া গিয়েছে৷ কেউ কেউ আবার বাদুর বা সাপের মতো প্রাণীকে দায়ী করছেন৷ কেউ আবার দাবি করছেন, চিনের খাদ্যাভাসকে৷

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কোনও প্রাণীর শরীর থেকে মানুষের দেহে এসেছে এই করোনাভাইরাস৷ মানুষের শরীরের মাধ্যমে এই করোনা ভাইরাস ক্রমে চিনে ছড়িয়ে পড়ছে৷ গত বছর ডিসেম্বরের শেষের দিকে চিনের উহান প্রদেশে নিউমিনিয়ায় কয়েকজন আক্রান্ত হয়েছিলেন৷ সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু চিনকে সতর্ক করে৷ তার কয়েক সপ্তাহ পরেই চিনের স্বাস্থ্য দপ্তর করোনাভাইরাসকে শনাক্ত করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *