দুধের শিশুকে ‘মাটি’ দিয়ে শাহিনবাগের ধর্নায় সন্তানহারা মা, ফুঁসছেন নাজিয়া

দুধের শিশুকে ‘মাটি’ দিয়ে শাহিনবাগের ধর্নায় সন্তানহারা মা, ফুঁসছেন নাজিয়া

নয়াদিল্লি: চলছে শাহিনবাগের বিক্ষোভ৷ দিল্লির নির্বাচনে শাহিনবাগ এখন প্রধান ইস্যু৷ কেন্দ্রের নাগরিক আইনের প্রতিবাদে ঘরের চার দেওয়াল ভেঙে শাহিনবাগে বিদ্রোহের আগুন তুলেছেন রাজধানীর হাজার হাজার গৃহবধূ, মহিলা, তরুণী৷ কেন্দ্রের বিরুদ্ধে এখকই ভাবে দুধের শিশুকে বুকে জড়িয়ে শাহিনবাগকে কার্যত স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলেছিলেন নাজিয়া বিবি৷ আন্দোলনকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল চার মাসের ছোট্ট মহম্মদ জাহানও বেশ৷ ছোট্ট শিশুটির গালে তেরঙ্গা এঁকেও দিয়েছেন বিক্ষোভকারীরা৷ কিন্তু, গত সপ্তাহে ঘটল অঘটন৷

রাজধানীর প্রবল শীতের মধ্যে নাগরিক আইনের প্রতিবাদ করার জেরে গত সপ্তাহ নিজের জীবন দিয়ে মাশুল গুনতে হল মাত্র চার মাসের মহম্মদ জাহানকে৷ ঠান্ডা লেগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ওই চার মাসের শুশির মৃত্যু হয়৷  শিশুর মা নাজিয়া বিবি জানিয়েছেন, গত ৩০ জানুয়ারি রাতে শাহিনবাগ থেকে বাড়ি ফেরেন তিনি৷ সন্তানদের সঙ্গে তিনিও ঘুমিয়ে পড়েন৷ পরদিন সকালে উঠে দেখেন, জাহান আর নড়ছে না৷ দিল্লির প্রবল ঠান্ডার মধ্যেই চার মাসের সন্তানকে নিয়ে প্রতিদিন আন্দোলনে গিয়েছে শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হয়৷ আর তাতেই মৃত্যু হয় শিশুর৷ 

চিকিৎসকদের মতে, প্রতিদিন ঠান্ডায় খোলা আকাশের নীচে থেকেই অসুস্থ হয়ে পড়ে ওই শিশু৷ শিশুমৃত্যুর শোকে মূহ্যমান হলেও আন্দোলন-বিক্ষোভ থেকে সরতে নারাজ মহম্মদ আরিফ ও নাজিয়া৷ সাফ জানিয়ে দিয়েছেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাঁরা আন্দোলনে গিয়েছিলেন৷ এক সন্তান হারিয়েও বাকি দুই সন্তানের জন্য লড়াই চলবে বলেও জানান আরিফ ও নাজিয়ার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *