এবার শশীর নজরে মহুয়া, বাংলার সাংসদকে জাভেদ, মহেশের উচ্ছ্বসিত প্রশংসা

এবার শশীর নজরে মহুয়া, বাংলার সাংসদকে জাভেদ, মহেশের উচ্ছ্বসিত প্রশংসা

নয়াদিল্লি: তিনি কৃষ্ণনগরের সাংসদ৷ লোকসভায় ‘দাপুটে’ ভাষণ দিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন৷ ভাষণ নকল নিয়েও জড়িয়েছিলেন বিতর্কে৷ সেই অভিযোগ সপাটে উড়িয়েও দিয়েছেন তৃণমূল মহুয়া মৈত্র৷ এবার সোমবার সংসদে ‘আগুন ঝরানো’ মহুয়া ভাষণে উচ্ছ্বাস প্রকাশ করলেন শশী থারুর থেকে মহেশ ভাট, জাভেদ আখতার৷ টুইটে বাংলার এই সাংসদের প্রশংসায় পঞ্চমুখ বিশিষ্ঠরা৷ 

সোমবার বিকেলে লোকসভায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ‘মহান বিশ্বাসঘাতকতা’ সংক্রান্ত একটি ভাষণ দেন কৃষ্ণনগরের সংসদ৷ সেই ভাষণ সংক্রান্ত ৯ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করেন মহুয়া৷ পোস্টে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা প্রসঙ্গে জ্বালাময়ী ভাষণ দিতে দেখা যায় তৃণমূল সাংসদকে৷ মহুয়ার এই টুইট বার্তা বেশ সাড়া ফেলে দেয় নেটদুনিয়ায়৷ পোস্ট রিটুইট করে মহেশ ভাট কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে লেখেন, ‘‘আমিও চিন্তিত, উদার গণতান্ত্রিক সমাজে যাঁরা নেতাকে নির্বাচন করল, তাঁদের ভোটার অধিকার এখন প্রশ্নের মুখে৷ এটা গণতন্ত্রের মূল্যবোধের বিরোধী৷ এটা কিভাবে হতে পারে? 

এরপর জাভেদ আখতার মহুয়াকে প্রশংসা করে একটি কবিতা পোস্টা করে টুইটারে লেখেন, “দেখনা তাকরীর কী লাজ্জত কে জোস নে কাহা / মন নে ইয়া জানা কে গোয়া এ ভী মেরে দিল মে হ্যায়” (গালিব) আপনার বক্তব্য সত্য৷ বাক্যবোধ ও শালীন ব্যক্তির ক্ষোভের প্রকীত৷ আরও.. আরও শক্তি হোক৷’’ এরপর কংগ্রেস নেতা শশী থারুর মহুয়ার জন্য গর্ববোধ করে টুইট করেন৷ লিখেছেন, ‘‘ভয়ানক বক্তৃতা মহুয়া৷ আপনি বিরোধীদের উত্সাহী কন্ঠে পরিণত হয়েছেন৷ আমরা আপনাকে নিয়ে গর্বিত!’’

৪৩ বছর বয়সী এই প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ২৫ জুনের লোকসভায় ভাষণের পর থেকেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে ওঠেন৷ এবার তার ব্যথিক্রম হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *