বিপাকে জনতা, কমছে স্বল্প সঞ্চয়ে সুদের হার! ইঙ্গিত কেন্দ্রের

বিপাকে জনতা, কমছে স্বল্প সঞ্চয়ে সুদের হার! ইঙ্গিত কেন্দ্রের

নয়াদিল্লি: সদ্য পেশ হয়েছে আগামী অর্থবর্ষের বাজেট৷ তবে, তাতে যে খুব একটা স্বস্তি পেয়েছে আম জনতা, তা অবশ্য মানতে নাজার বিরোধীরা৷ এবার বাজেট বিতর্কের উত্তাপে আর এক দফায় কমতে চলেছে স্বল্প সঞ্চয়ে সুদের হার৷ এমনই ইঙ্গিত দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷

সূত্রের খবর, পিপিএফ থেকে শুরু করে এনএসসির মতো স্বল্প সঞ্চয়ে সুদের হার কমতে পারে৷ কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব ইঙ্গিত দিয়েছেন, আগামী ত্রৈমাসিকে অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলির দেওয়া সুদের হারের সঙ্গে সাজুয্য রেখে স্বল্প সঞ্চয়ে সুদের হার নির্ধারণ করা হতে পারে৷ ফলে, নয়া এই নীতি কার্যকর হলে পিপিএফ থেকে শুরু করে এনএসসির মতো স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারে কোপ পড়ার আশঙ্ক থেকে যাচ্ছে৷ 

যদিও আরবিআইয়ের পরামর্শ মেনে চলতি ত্রৈমাসিকে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের সুদের হার কমিয়েছে৷ আর সেই পরামর্শ অনুযায়ী এবার স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর পথে হাটতে পারে কেন্দ্র৷ এই মুহূর্তে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে কয়েক কোটি জনতার আমাবত জনা রয়েছে৷ কম করে হলেও সেই সংখ্যাটা প্রায় ১২ লক্ষ কোটি টাকা৷ বিভিন্ন ব্যাঙ্কে জনতার ১১৪ লক্ষ কোটি টাকা জমা রয়েছে৷ বাজার চলতি সুদের হারের সঙ্গে সাযুজ্য রেখে স্বল্প সঞ্চয়ের উপর সুদ দেওয়ার জন্য ইতিমধ্যেই পরামর্শ দিয়েছে শ্যামলা গোপীনাথ কমিটি৷ আর সেই পরামর্শে বিপাকে পড়তে চলেছে আমজনতা৷ এখন এক বছরের মেয়াদি জমার ক্ষেত্রে স্বল্প সঞ্চয় এবং ব্যাঙ্ক ডিপোজিটের মধ্যে সুদের হারে প্রায় ১ শতাংশ পার্থক্য রয়েছে৷ এখন সেটাও যদি উঠে যায়, তাহলে কোথায় টাকা রাখবে সাধারণ জনতা? উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *