NRC ইস্যুতে পিছু হটল কেন্দ্র, লিখিত বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের

NRC ইস্যুতে পিছু হটল কেন্দ্র, লিখিত বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: নাগরিক আইনের প্রতিবাদে গোটা দেশজুড়ে চলছে প্রতিবাদ৷ শাহিনবাগ থেকে শুরু করে পার্ক সারকাস, নাগরিক আইন, জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে চলছে অবস্থান কর্মসূচি৷ গোটা দেশজুড়ে বিদ্রোহের পরিস্থিতি তৈরি হওয়ার পর এবার এনআরসি ইস্যুতে কিছুটা পিছু হটল কেন্দ্র৷ 

এনআরসি তৈরি করা নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার৷ বিরোধীদের তোলা প্রশ্নে লোকসভায় লিখিত জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ কেন্দ্রের এই লিখিত জবাবে ভিত্তিতে এনআরসি ইস্যুতে পিছু হটার সিদ্ধান্ত বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা এই আগে কেন্দ্রের একাধিক নেতা-মন্ত্রী জানিয়েছেন গোটা দেশজুড়ে এনআরসি চালু করা হবে৷ লোকসভা দাঁড়িয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছিলেন, নাগরিক আইনের পর গোটা দেশজুড়ে এনআরসি চালু করা হবে৷ এই এনআরসি ইস্যুকে সামনে রেখে রাজনীতিতে ঝাঁপাতে চেয়েছিল বিজেপি৷

কিন্তু সেই এনআরসিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ দেশজুড়ে চওড়া হয়েছে বিক্ষোভ৷ এনআরসির আতঙ্কে পড়ুছে গোটা দেশে৷ এই পরিস্থিতিতে আজ বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে বিরোধীদের থেকে সাফ জানতে চাওয়া হয়, কেন্দ্র এনআরসির বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছে কি না৷ দু’লাইনের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, কেন্দ্রীয় সরকার এখনই দেশজুড়ে এনআরসি করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =