নয়াদিল্লি: বিশ্বব্যাপী কোন ভাইরাসের সংক্রমণের আশঙ্কা ভারতেও বাড়ছে। পরপর তিন জনের দেহে এই ভাইরাসের সন্ধান মেলায় কেরলে 'বিপর্যয়' ঘোষণা করা হয়েছে। এবার এই সংক্রমণ প্রতিরোধে বড়োসড়ো পদক্ষেপ নিল ভারত।
চীন থেকে ভারতে আসার কোনো ভিসাই আপাতত আর 'বৈধ নয়' বলে এক বিবৃতিতে জানিয়ে দিল বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। ভারতে করোনা ভাইরাসের (2019-nCoV) সংক্রমণ রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ভাইরাসের সংক্রমণে চীনে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা বিবেচনা করেই কোনও রকম কোনও ঝুঁকি নিতে চাইছেনা ভারত। তাই চীন থেকে এদেশে আসার জন্যে দেওয়া সমস্ত ভিসা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।
এসম্পর্কে ইতিমধ্যেই বেজিংয়ের ভারতীয় দূতাবাস থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবিষয়ে কোনও জিজ্ঞাসা থাকলে অথবা নতুন ভিসার জন্যে কিভাবে বা কখন আবেদন করা যাবে সে বিষয়ে খোঁজখবর করতে বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে ইমেইল-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (visa.beijing@mea.gov.in)-এ।
সাংহাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে (Ccons.shanghai@mea.gov.in)-এ , গুয়াংঝোউয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে (Visa.guangzhou@mea.gov.in) -এ। টুইটে আরও উল্লেখ করা হয়েছে যে,নিয়মিত বা ই-ভিসা নিয়ে যারা এই মুহূর্তে ভারতে আছেন এবং যারা ১৫ জানুয়ারির পর চিন থেকে ভারতে ফিরেছেন তাঁদের সবাইকে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হটলাইন নম্বর(+91-11-23978046)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে অথবা ইমেল করা যাবে ncov2019@gmail.com এই ইমেল আইডিতে।
Embassy and our Consulates have been receiving several queries from Chinese citizens as well as other foreign nationals, who are based out of China or visited China in the last 2 weeks, as to whether they can use their valid single/multiple entry visas to travel to India. (1/4)
— India in China (@EOIBeijing) February 4, 2020
বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে আরও জানানো হয়েছে যে, মধ্যেই চীনে ভারতীয় দূতাবাস এবং সেখানকার কনসুলেটগুলিতে চীনা নাগরিকদের পাশাপাশি চীনে বসবাসকারী অন্যান্য বিদেশী নাগরিকরা এবিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে, বিশেষত যারা চীন ভিত্তিক বা গত ২ সপ্তাহে চীন সফর করেছেন, তারা ভ্রমণের জন্য তাদের বৈধ একক / একাধিক প্রবেশ ভিসা ব্যবহার করতে পারবেন কিনা সে সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।