মিউচুয়াল ফান্ডের টাকা রাখেন? বড় ঘোষণা আয়কর দপ্তরের

মিউচুয়াল ফান্ডের টাকা রাখেন? বড় ঘোষণা আয়কর দপ্তরের

নয়াদিল্লি: দেশের মন্দা কমাতে একের পর এক সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র৷ আর্থিক মন্দার জেরে লাফিয়ে কমছে সুদের হার৷ উথালপাথাল শেয়ারবাজেরও৷ ব্যাংকে সুদের হারে পতন, LIC-তে টাকা রাখতেও দু’বার ভাবছে জনতা৷ কিন্তু, এই পরিস্থিতি দাঁড়িয়ে কিছুটা ভরসা জুগিয়েছে মিউচুয়াল ফান্ড৷ পেয়েছে জনপ্রিয়তা৷ এবার সেই জনপ্রিয় মিউচুয়াল ফান্ডে আমানত রাখার বিষয়ে বড়সড় স্বস্তি দিল আয়কর দপ্তর৷

কেন্দ্রের তরফে জানানো হয়েছে,  মিউচুয়াল ফান্ডে আমানতের উপর অর্জিত মুনাফায় এখন থেকে দিতে হবে না টিডিএস৷ বাজেটে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ঘোষণা বাজারে বেশ বিভ্রান্তি ছড়িয়ে পড়ে৷ সেই বিভ্রান্তি কাটাতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে৷

আগামী অর্থবর্ষের বাজটে জানানো হয়, ৫০০০ টাকার উপর ডিভিডেন্ডের উপর টিডিএস দিতে হবে৷ কিন্তু ক্যাপিটাল গেইনসে তা প্রযোজ্য হবে না বলে এবার জানিয়েছে দিয়েছে সিবিডিটি৷ অর্থ বিলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডিডিটি লুপ্ত করেছে৷ আর এই সিদ্ধান্তের জেরে ডিভিডেন্ডের উপর করের বোঝা এখন কোম্পানিদের থেকে শেয়ারহোল্ডারদের উপর পড়েছে৷ ফলে, অনেকে ভেবেছিলেন, এবার  হয়তো মূলধনের উপরে কর দিতে হবে৷ কিন্তু, সেই আশঙ্কায় জল ঢেলে নিজেদের অবস্থান জানাল আয়কর দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =