ফের মাথায় হাত জনতার, FD-র সুদের হার আরও কমাল SBI

ফের মাথায় হাত জনতার, FD-র সুদের হার আরও কমাল SBI

imagesmissing

নয়াদিল্লি: রেপো রেট অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক৷ কিন্তু আরবিআই রেপো পরিবর্তন না করলেও ফিক্সড ডিপোজিট সুদের হার কমাল এসবিআই৷

জানা গিয়েছে, সাত মাসের ব্যবধানে আরও এক দফায় ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কমছে৷ ০.৩ থেকে ০.৫ শতাংশ হারে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমছে৷ সুদের হার কমে দাঁড়িয়েছে, ৭.৯০ শতাংশ থেকে সুদের হার কমে ৭.৮৫ শতাংশ হয়েছে৷ ০.৫ শতাংশ সুদের হার কমছে প্রবীণ নাগরিকদের জন্য৷ অন্যদিকে, গৃহ ও গাড়ি ঋণে সুদের হার বেশ খানিকটা কমানো হয়৷

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এসবিআইয়ের ৭ থেকে ৪৫ দিনের মধ্যে  ফিক্সড ডিপোজিটে নয়া সুদ দাঁড়াবে ৪.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিনে সুদের হার ৫ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের সুদের হার ৫.৫০ শতাংশ, ২১১ থেকে ১ বছরে সুদে ৫.৫০ শতাংশ, ১ থেকে ২ বছরের কম হলে ৬ শতাংশ, ২ থেকে ৩ বছরের কম হলে ৬ শতাংশ, ৩ থেকে ১০ বছর পর্যন্ত ৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে৷

গত ১৪ জুন  ফিক্সড ডিপোজিটে সুদ কমানোর সিদ্ধান্ত নেয় এসবিআই৷ সাত দিন থেকে ৪৫ দিনের মধ্যে শেষবার সুদের হার ছিল ৪.৫০ শতাংশ৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে সুদের হার ছিল৫.৫০ শতাংশ৷ ১৮০ দিন থেকে ২১০ দিনের ক্ষেত্রে সুদের হার ছিল ৫.৮০ শতাংশ৷ ২১ দিন থেকে ১ বছরের কম মেয়াদি সুদের হার ছিল ৫.৮০ শতাংশ৷ এক বছর থেকে ২ বছর পর্যন্ত সুদের হার ছিল ৬.১০ শতাংশ৷ দুই বছর থেকে তিন বছরের সুদের হার ছিল ৬.১০শতাংশ৷ তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের সুদের হার ছিল ৬.১০ শতাংশ৷ পাঁচ বছর থেকে ১০ বছরের মধ্যে ৬.১০ শতাংশ ছিল৷ প্রবীণ নাগরিকদের জন্য সব ৫০ বেসিস পয়েন্ট বাড়তি সুদ দেওয়ার ঘোষণা করেছিল এসবিআই৷ এবার আরও এক দফায় কমল সুদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *