চরম দারিদ্র্যে বাবা-মা, ৫১ লক্ষ টাকা পেয়ে ভোলবদল শহিদের স্ত্রীর

চরম দারিদ্র্যে বাবা-মা, ৫১ লক্ষ টাকা পেয়ে ভোলবদল শহিদের স্ত্রীর

c1c1923a9b100d2661147bbe53c497ba

ভুবনেশ্বর: পুলওয়ামার শহিদের পরিবারের এক বিরল চিত্র এবার উঠে এল সংবাদ শিরোনামে৷ গত বছর শ্রীনগরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে৷ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল মোট ৪৫ জন ভারতীয় সেনার৷ শহিদ সেনাদের মধ্যে একজন ছিলেন ওড়িশার কটক জেলার রতনপুর গ্রামের অধিবাসী মনোজ কুমার বেহেরা৷ যতদিন তিনি বেঁচেছিলেন, পরিবারের আর্থিক স্বচ্ছলতা বজায় ছিল৷ বিপত্তি দেখা দিল তাঁর মৃত্যুর পর৷

সংসারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুর পর স্বাভাবিক ভাবেই বাবা-মা’র বার্ধক্য অবস্থায়ও চিন্তার অন্ত নেই৷ সম্প্রতি, সেনা কর্মী মনোজের বাবা জিতেন্দ্র বেহেরাওর থেকে তাঁর পরিবারের বর্তমান দুর্দশার অবস্থার কথা সংবাদ শিরোনামে উঠেছে৷ বৃদ্ধ জিতেন্দ্র বেহেরাও অত্যন্ত দুঃখের সঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন,  তাঁর পুত্র মনোজ বিবাহিত ছিলেন৷ তাঁর মৃত্যুর পরে সরকার থেকে ওই পরিবারের আগামী দিন গুজরানের জন্য যে অর্থ সাহায্য এসেছিল, তা গোটা অংশটাই ছিনিয়ে নিয়েছে বৃদ্ধের পুত্রবধূ এলিলেট৷

শহিদ পরিবারের ভরনপোষণের জন্য কেন্দ্রীয় সরকার ৩০ লক্ষ টাকা ও রাজ্য সরকার ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছিল৷  মোট ৫৫ লক্ষ টাকা৷ বৃদ্ধ জিতেন্দ্র বেহেরাওয়ের অভিযোগ, পূত্রবধূ এলিলেট জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের থেকে তিনি মোট ৫১ লক্ষ টাকা সাহায্য পেয়েছেন৷ আর ওই টাকা তিনি তাঁর শিশু কন্যার পড়াশুনো এবং প্রতিপালনের জন্য ব্যয় করবেন৷ পুত্রবধূর এই অবিবেচক মনোভাবের জেরে স্বাভাবিক ভাবে চরম দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে শহিদের বাবা–মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *