নয়াদিল্লি: সম্প্রতি শশী থারুরের সাক্ষাতকার নেওয়ার সুযোগ পেয়েছেন জানতে পেরে, বেজায় উত্তেজিত হয়ে পড়েছিলেন ৯৮.৩ রেডিও মিরচির আরজে পুরখা৷ থারুরের মতন একজন বড় মাপের কিংবদন্তি ব্যক্তিত্বের সঙ্গে কথা বলার জন্য নিজেকেও বেশ তৈরি করে নিচ্ছিলেন পুরখা৷ অবশেষে এল সেই বহু প্রতিক্ষীত সাক্ষাৎকারের মুহূর্ত৷ আনন্দ, উত্তেজনা, আলাপচারিতা, ঠাট্টা ইয়ার্কিতে কেটেছিল সাক্ষাৎপর্ব৷ কিন্তু, তারপর যে এভাবে হেনস্থার শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ওই আরজে৷
কিন্তু সমস্যাটা শুরু হল ঠিক কোথায়? জানা গিয়েছে, ওই সাক্ষাৎকারের ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর ঘটে বিপত্তি৷ পুরখার এক সহকর্মী আরজে তাঁকে জানায়, সোস্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা ভিডিওতে ট্রোল করতে শুরু করেছে কিছু বিকৃত রুচিসম্পন্ন নেটিজেন৷ সাক্ষাৎকারের সময়কার বেশ কিছু স্থির চিত্র যা পোস্ট করা হয়েছিল, তাতে কিছু কুরুচিকর মন্তব্য যোগ করে ব্যবহার করছে নেটিজেনরা৷ এই ঘটনায় বেশ ক্ষুদ্ধ হয়ে যান ও তরুণী৷ বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা মানুষের জীবনে গতি এনেছে ঠিকই, একসাথে একাধিক অপ্রীতিকর পরিস্থিতির ও সৃষ্টি হচ্ছে৷ কিছু অসাধু এবং বিকৃত রুচি সম্পন্ন মানুষের অবদমিত কামনা বাসনা সোস্যাল মিডিয়ায় পর্যন্ত ছড়িয়ে পড়ছে৷ আর তাতেই বাড়ছে বিপত্তি৷