নয়াদিল্লি: দেশের আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপগুলির মধ্যে জনপ্রিয় পেটিএম৷ নোটবন্দির সুবাদে রাতারাতি কোটি-কাটা ব্যবসা করেছে এই সংস্থা৷ এবার গ্রাহকের বিশ্বাস ভেঙে খোদ পেটিএম অ্যাপ কর্তার বিরুদ্ধে উঠল টাকা হাতানোর অভিযোগ৷ পেটিএম গ্রাহকের অভিযোগের ভিত্তিতে সংস্থার শীর্ষ কর্তার বিরুদ্ধে দায়ের মামলা৷
উত্তরপ্রদেশের গাজিয়াবাদ৷ পেশায় মার্কেটিং সংস্থার উচ্চ পদস্থ কর্মচারী রাজ কুমার সিং৷ তাঁর অভিযোগ, হঠাৎ একদিন এক অজানা নং থেকে তাঁর মোবাইলে একটি এসএমএস আসে৷ যাতে লেখা ছিল, মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করলে বেশ অনেক টাকার ক্যাশ ব্যাক মিলবে৷ অযাচিত অর্থ প্রাপ্তির সম্ভবনা দেখে কে আর বিমুখ থাকতে পারে! এক্ষেত্রেও একই ঘটনা ঘটে৷ রাজকুমার ওই লিঙ্কে ক্লিক করতেই টাকা পাওয়া তো দূরের কথা, উল্টে কয়েক মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তির পেটিএম অ্যাপের সঙ্গে যুক্ত থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ ১ লক্ষ ৪৬ হাজার টাকার উধাও হয়ে যায়৷
এই ঘটনায় পরে অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে তিনি কবিনগর থানায় পেটিএম সংস্থার ভাইস প্রেসিডেন্ট অজয় শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সন্দেহে আরও ৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷