গাড়িতে ফ্যাস্টাগ ব্যবহারে বড় ছাড় ঘোষণা জাতীয় সড়ক কর্তৃপক্ষের

গাড়িতে ফ্যাস্টাগ ব্যবহারে বড় ছাড় ঘোষণা জাতীয় সড়ক কর্তৃপক্ষের

f1a1df66caf279616b9ada58f64dc3cd

নয়াদিল্লি: জাতীয় সড়ক বিপিয়ে চলা সমস্ত গাড়িতে ফ্যাস্টাগ লাগানো বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷ নয়া নির্দেশ কার্যকর না করা হলে মোটা অঙ্কের জরিমানাও করা হচ্ছে৷ এবার গড়ি মালিকদের সুবিধা দিয়ে ১৫ দিনের জন্য ফ্যাস্টাগে বড়সড় ছাড় ঘোষণা এনএইচএ’র৷

গত পয়লা ডিসেম্বর থেকে সমস্ত গাড়ি গাড়িতে ফ্যাস্টাগ লাগানো বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷ গাড়িতে ফ্যাস্টাগ লাগানো জন্য আরও দু’সপ্তাহ সেই সময়সীমা বাড়ানো হয়েছে৷ ১৫ ডিসেম্বর সেই সময়সীমা শেষ হয়েছে৷ এবার  গাড়িতে ফ্যাস্টাগ লাগিয়ে অনলাইন লেনদেনে উৎসাহ দিতে ঘোষণা করা হয়েছে বড় ছাড়৷

১৫ দিনের জন্য গাড়িতে ফ্যাস্টাগে ১০০ টাকা পর্যন্ত  মকুব করা হয়েছে৷ আগামী ১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্যাস্টাগে অনলাইন লেনদেনে ১০০ টাকা পর্যন্ত মুকুব করার ঘোষণা করা হয়েছে৷ ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷ আগামী ১৫ দিনের জন্য ফ্যাস্টাগে ১০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে৷ খবর এনএইচআই সূত্রে৷ জাতীয় সড়কে ক্যাশলেস টোল ট্যাক্সের জন্য গাড়িতে ফাস্ট্যাগের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের নয়া নিয়ম চালুর পর, জাতীয় সড়কের টোলপ্লাজাগুলিতে ফাস্ট্যগ পদ্ধতিতে টাকা আদায়ের বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *