নয়াদিল্লি: ভারতের রাজনীতিতে যে নূন্যতম স্বচ্ছতা নেই, তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের সাংসদ থেকে বিধায়কদের মধ্যে অনেকেরই অপরাধের সঙ্গে যুক্ত থাকার রেকর্ড রয়েছে। রাজনীতিবিদদের অপরাধের সঙ্গে রেকর্ড থাকবে, সেটাই এখন যেন ভারতের ফ্যাশন হয়ে গিয়েছে। কিন্তু ভারতের রাজনীতিতে স্বচ্ছতা আনতে এবার সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চলেছে সুপ্রিম কোর্ট। কেন অপরাধে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের প্রার্থী করে তাঁজের টিকিট দিচ্ছে রাজনৈতিক দলগুলো। সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় রাজনীতি ও ভোটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বেশ কয়েকটি পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। রাজনৈতিক দলগুলির কাছে প্রশ্ন করা হয়েছে, অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেন নির্বাচনে লড়াই করার জন্য টিকিট দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে তার কারণ দেখাতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের তরফে জানানো, শুধু মাত্র ভোটে জিততে হবে, এই কথা মাথায় রেখে যদি কোনও রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন করে, তবে তারা ভুল করছে। কেন তাঁকে প্রার্থী করা হচ্ছে, এই বিষয়ে যোগ্য কারণ দেখাতে হবে বলে সুপ্রিম কোর্টের তরফে রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের তরফে এদিন জানানো হয়েছে, যে সমস্ত দলের সদস্যরা অপরাধের সঙ্গে যুক্ত, তাঁদের অপরাধের মামলাগুলি সম্পর্কে খবরের কাগজে প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, মামলার বিস্তারিত বিবরণ ছাপতে হবে একটি স্থানীয় ও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। এছাড়াও মামলায় অভিযুক্ত নেতাদের ফেসবুক ও টুইটার পেজেও দিতে হবে অপরাধ সম্পর্কে বিভিন্ন ঘটনা।