শ্রীনগর: এবার আইএসের জঙ্গি চক্র ধরা পড়ল জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের বাগদাম অঞ্চলে আইএসের জঙ্গিদের সাহায্যকারী পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকেই আইএস চক্রের হদিশ পাওয়া গিয়েছে বলে জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে।
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে বার বার সেখানে হামলার ছক কষেছে জঙ্গিরা। গ্রেপ্তার পাঁচ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখান থেকেই জানা যায়, ধৃতরা আইএস জঙ্গিকে খাবার ও আশ্রয় দিয়ে সাহায্য করত।
তবে উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি বলছে, আগের মতো জঙ্গি হামলায় রক্তাত হচ্ছে না কাশ্মীর। গোয়েন্দাদের রিপোর্টের ওপর ভিত্তি করে, জম্মু ও কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনীর একটা বড় অংশ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। সেই অনুযায়ী বেশ কিছু কোম্পানিকে উত্তর-পূর্বে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কাশ্মীরে বেশ কিছু সংবেদনশীল জায়গা ছাড়া, টেলিফোনে যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। বেশ কিছু জায়গায় নিয়ে আসা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
পুলিশের ধারণা, সরকারের ২জি পরিষেবার পরিবর্তে ভিপিএন অ্যাপ নামিয়ে সমস্ত কাজকর্ম চলছে। জানা গিয়েছে, কেউ কেউ ফোনে পাঁচ থেকে সাতটি ভিপিএন অ্যাপ নামিয়ে রেখেছন। পুলিশ আশঙ্কা করছে, এই অ্যাপের সাহায্য উপত্যকায় হামলার ছক কষতে পারে জঙ্গিরা। উপত্যকায় নিরাপত্তার কথা মাথায় রেখে ভিপিএন অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে কেন্দ্র।