ঋতুচক্র হয়েছে? জানতে ৬৮ ছাত্রীর অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা, আজব সাফাই কর্তৃপক্ষের

ঋতুচক্র হয়েছে? জানতে ৬৮ ছাত্রীর অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা, আজব সাফাই কর্তৃপক্ষের

গান্ধীনগর: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গ বলে পরিচিত গুজরাটের ভুজে ছাত্রীদের পোশাক খুলে তল্লাশি নেওয়ার অভিযোগে তোলপাড় গোটা দেশ৷ শারীরিক পরীক্ষার নাম করে ছাত্রীদের পোশাক খোলার অভিযোগ হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ ঋতুচক্র হয়েছে কি না তা যাচাই করতে পোশাক খুলে ছাত্রীদের শারীরিক পরীক্ষার অভিযোগ৷ ৬৮ জন ছাত্রীর পোশাক খোলানোর অভিযোগ তুলেছেন ছাত্রীদের৷ ভুজের শ্রী সহজাননন্দ ইনস্টিটিউটর ঘটনায় গোটা দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷

গোটা দেশজুড়ে এই নিয়ে বিতর্ক শুরু হতেই কলেজ কর্তৃপক্ষের তরফে জানিনো হয়েছে, বিষয়টি হোস্টেলের ঘটনা৷ এর সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনও যোগাযোগ নেই৷ ছাত্রীদের অনুমতি নিয়ে ঋতুচক্র হয়েছে কি না তা জানতে পরীক্ষা করা হয়েছিল৷ আর এই পরীক্ষা করতে গিয়ে কাউকে স্পর্শ করা হয়নি৷ সমালোচনার মুখে আজব সাফাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের৷ ভুজের শ্রী সহজাননন্দ ইনস্টিটিউট কর্তৃপক্ষের এই যুক্তি দিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷ কী হয়েছিল, রিপোর্ট রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশনের৷

ঠিক কী ঘটনা ঘটেছিল হোস্টেলে? জানা গিয়েছে, সোমবার হস্টেলের বাইরে একটি রক্তমাখা স্যানিটারি প্যাড পাওয়া যায়৷ হস্টেলের বাথরুম থেকে কোনও ছাত্রী তা ফেলে দেন বলে প্রথমিক অভিযোগ৷ কে এই কাজ করেছে? তা জানতে ৬৮ জন ছাত্রীর পোশাক খুলিয়ে শারীরিক পরীক্ষার নেওয়া হয়৷ অভিযোগ, কয়েক জন ছাত্রী হস্টেলের ধর্মীয় রীতি লঙ্ঘন করছেন৷ বিশেষ করে ঋতুমতী ছাত্রীরা৷ কেননা, ওই হোস্টেলে নাকি ঋতুমতী ছাত্রীদের ক্ষেত্রে ‘আলাদা নিয়ম’ রয়েছে৷

অভিযোগ, হস্টেলের রেক্টর অধ্যক্ষ ছাত্রীদের কমনরুমে ডেকে পাঠান৷ কে ওই স্যানিটারি প্যাড ফেলেছে, তা জানতে ছাত্রীদের অন্তর্বাস খুলতে বলেন৷ কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়৷ পরে হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রীদের অন্তর্বাস খুলে ঋতুচক্রের পরীক্ষা নেন বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *