পুলওয়ামা হামলায় লাভবান কে? রা-হুলে পাল্টা বিজেপি

পুলওয়ামা হামলায় লাভবান কে? রা-হুলে পাল্টা বিজেপি

নয়াদিল্লি: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার প্রথম বর্ষপূর্তির দিনেও জারি বিতর্ক৷ লোকসভা নির্বাচনের মুখে ঘটে যাওয়া জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল দেশের রাজনীতির ভিত৷ এবার সেই জঙ্গি হমালার প্রথম বর্ষপূর্তির দিনেও বিজেপিকে বিঁধতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ ছুড়ে দেন বেশ কিছু প্রশ্ন৷ পাল্টা রাহুলকে জবাব দিতে খুব একটা দেরি করেনি গেরুয়া শিবির৷

আজ ট্যুইট রাহুল লেখেন, ‘আজ পুলওয়ামায় জঙ্গি হামলার শিকার হয়ে ৪০ জওয়ান শহিদ হন৷ আজ তাঁদের স্মরণ করছি৷ কিন্তু, আমাদের প্রশ্ন পুলওয়ামা হামলার ঘটনায় কে বেশি লাভবান? ওই হামলার তদন্ত কী হল? নিরাপত্তার গাফিলতি কার? বিজেপি সরকার কি দায় দেনে?’’

রাহুলের এই প্রশ্নে তীব্র সমালোচনা করেছে বিজেপি৷ গেরুয়া শিবিরের দাবি, রাহুলের এই প্রশ্ন দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, সেই শহিদদের অপমান৷ রাহুল লস্কর-ই-তৈবা, জইশ জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল৷ আর তাই নিরাপত্তা বাহিনীকে নিশানা করেছেন রাহুল গান্ধী৷ রাহুলের এই মন্তব্য আন্তর্জাতিক মঞ্চে জবাব দিতে পাকিস্তানকে সাহায্য করবে৷

গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিকালে পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গি৷ বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কনভয়ে হামলা চালানো হয়৷ পুলওয়ামার শ্রীনগর-জম্মু হাইওয়ের উপর জঙ্গিদের হামলায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় জওয়ানের দেহ৷ শহিদ হন ৪০ জওয়ান৷ পুলওয়ামা হামলার পর ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জইশ জঙ্গি শিবিরে হামলা চালায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *