নয়াদিল্লি: রাজধানীতে ক্ষমতা দখলের পর বিজেপির দেখানো পথে সদস্যপদ সংগ্রহে ঝাঁপাল আম আদমি পার্টি৷ মিসকল দিয়ে শুরু হয়েছে আপের সদস্যপদ গ্রহের কাজ৷ আর এই মিসকল দেওয়া সদস্য সংগ্রহের প্রথম দিনে রেকর্ড আম আদমি পার্টির৷ মাত্র এক দিনে ১১ লক্ষ মিসকল দেওয়া সদস্য পেয়েছে আম আদমি পার্টি৷
গত ১৩ ফেব্রুয়ারি আম আদমি পার্টি ট্যুইট পেজে সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার আর্জি জানানো হয়৷ পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়নের ওপর মিসকল সদস্য পেয়ে যায় অরবিন্দ কেজরিওয়ালের দল৷ গোটা দেশজুড়ে ১১ লক্ষ মানুষ আপের সদস্য হয়েছেন বলে দাবি আপের৷
সদ্য সমাপ্ত দিল্লির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি৷ ৭০ আসনের বিধানসভায় আপের দখলে ৬২টি আসন৷ বিজেপি ঝুলিতে ৮টি আসন গিয়েছে৷ ১৫ বছর ক্ষমতায় থাকার পরও এবারের ভোটে খাতা খুলতে পারেনি কংগ্রেস৷ আগামী রবিবার তৃতীয়বারের দিল্লির ক্ষমতা নিজের ঘাড়ে চাপাতে চলছেন অরবিন্দ কেজরিওয়াল৷ ওই দিন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন৷ শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷