প্রধানমন্ত্রী বহুমুখী প্রতিভার অধিকারী, মোদিতে ‘অনুপ্রাণিত’ বিচারপতি মিশ্রের প্রশংসা!

প্রধানমন্ত্রী বহুমুখী প্রতিভার অধিকারী, মোদিতে ‘অনুপ্রাণিত’ বিচারপতি মিশ্রের প্রশংসা!

নয়াদিল্লি: একমঞ্চে দেশের প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি৷ দু’জনকে পাশে বসিয়ে দিল্লির আইন সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন বিচারপতি অরুণ মিশ্র৷ প্রধানমন্ত্রী বহুমুখী প্রতিভার অধিকারী বলে প্রকাশ্য সভা থেকে নিজের মত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র৷

রাজধানীতে ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্সের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিচারপতি মিশ্র বলেন, নরেন্দ্র মোদি একজন বিশ্বস্বীকৃত দিক নির্দেশক৷ প্রধানমন্ত্রী মোদি বহুমুখী প্রতিভার অধিকারী বলেও মন্তব্য করেন তিনি৷ একই সঙ্গে বিচারপতি মিশ্র আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকেও প্রশংসা করেন৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী যৌথভাবে ভারতের বিলুপ্তপ্রায় ১ হাজার ৫০০ আইনকে সক্রিয় করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত  বিশ্বে সমাদৃত হচ্ছে৷ একই সঙ্গে বিচারপতি আরও দাবি করেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতার মুখোমুখো হতে হয় বিচার ব্যবস্থাকে৷ সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বিচার ব্যবস্থা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করছে বলেও মত প্রকাশ করেন তিনি৷

বিচারপতি অরুণ মিশ্র আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণরা জোগান৷ প্রধানমন্ত্রীর সেই অনুপ্রেরণা থেকে এই সম্মেলনের উদ্দেশ্য সফল করা সম্ভব৷ বিচারব্যবস্থার মূল লক্ষ্য মানব কল্যাণ করা৷ আর সেই কারণে আমরা আমাদের বহুমুখী প্রতিভার অধিকারী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই৷ নরেন্দ্র মোদি খুব বৃহৎ পরিসরে চিন্তা-ভাবনা করেন৷ স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্ব দেন৷ আর সেই কারণে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত৷ বিশ্বের মানুষের কাছে এখন একটাই কৌতুহল, কী করে ভারত এই গণতন্ত্র সাফল্যের সঙ্গে কাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =