আধারে সমস্যা? চাকরিজীবীদের EPF-এ বড় ছাড় ঘোষণা কেন্দ্রের

আধার কার্ড তৈরি বা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই  ইউএএনের সঙ্গে আধার যোগের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।

নয়াদিল্লি: আধার কার্ড তৈরি বা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই  ইউএএনের সঙ্গে আধার যোগের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। তাই এক্ষেত্রে কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে দিতে চাইছে না কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অনলাইনে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যেকোনও কাজ করতে গেলেই এই ইউএএন অত্যন্ত জরুরি। ২০১৮সালেই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল এমপ্লয়িজ প্রভিডেন্টফান্ড অর্গানাইজেশন(ইপিএফও)।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার সংযোগ না থাকলে কোনো ভাবেই অনলাইন ইপিএফ পরিষেবা পাবেন না গ্রাহকেরা। এর ফলে যেমন অনলাইনে ইপিএফের আবেদনের ক্ষেত্রে সমস্যা হবে তেমনই টাকা তুলতে চাইলেও সমস্যায় পড়তে হবে গ্রাহকদের। এমনকী কর্মচারী প্রভিডেন্ট ফান্ড খাতে টাকা জমা পড়ার পাশাপাশি  ইপিএফ পেনশনের ক্ষেত্রেও ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেই বিজ্ঞপ্তি জারির পরেই বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানে ইপিএফের আওতাভুক্ত কর্মীদের ইউএএনের সঙ্গে তাঁদের আধার নম্বর সংযুক্তিকরণের কাজ শুরু করার নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু এই প্রক্রিয়া শুরু হতেই নানান অসুবিধার সম্মুখীন হতে দেখা দেয় কর্মচারীদের। যেমন বহু ক্ষেত্রে কর্মচারীদের নতুন আধার তৈরিই না হওয়ায় আধারের জন্য তাঁরা আবেদন জানিয়েছেন যা সময়সাপেক্ষ। আবার পুরনো কর্মচারীদের ক্ষেত্রেও অনেকেরই আধার সংশোধনের প্রয়োজন হচ্ছে। এই প্রক্রিয়াও সময়সাপেক্ষ। সবমিলিয়ে আধার সংযুক্তিকরণের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলে তাঁদের বড়সড় সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।

এই বিষয়গুলি মাথায় রেখেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন) সঙ্গে আধারের সংযুক্তিকরণের নির্দিষ্ট সময়সীমা না দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এক্ষেত্রে আপাতত বিষয়টি নিয়োগ কর্তাদের দায়িত্বেই ছেড়ে দিতে চাইছে শ্রমমন্ত্রক। অর্থাৎ কর্মচারীদের আধার সংক্রান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয় সময়সীমা  অনুসারে ইউএএন-এর সঙ্গে আধারের সংযুক্তিকরণের প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে ।

তবে যেহেতু বিষয়টি বাধ্যতামূলক তাই ইউএএনের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণের ক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠে বিষয়টি সরলীকরণ করতে কর্মশালার আয়োজন করারও পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) গ্রাহকদের পাশাপাশি আলাদাভাবে সংস্থা বা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষদের নিয়েও বিভিন্ন সময় কর্মশালার আয়োজন করা হবে।   কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও-র পক্ষ থেকে বিশেষ শিবিরের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *